সংক্ষিপ্ত

মহাকুম্ভ মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বিশেষ ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যোগ দিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ২০০টি 'ওয়াটার এটিএম' স্থাপন করেছে উত্তরপ্রদেশ জল নিগম (আরবান)। বিশুদ্ধ পানীয় জল সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। তীর্থযাত্রীরা তাঁদের বোতল বা পাত্রে বিশুদ্ধ পানীয় জল ভরে নিতে পারছেন। এই ওয়াটার এটিএমগুলির প্রাথমিক প্রযুক্তিগত সমস্যাগুলি ইতিমধ্যেই সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন জল নিগমের আরবান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সতীশ কুমার। ওয়াটার এটিএমগুলির জন্য আগে নেওয়া এক টাকা বাতিল করা হয়েছে। তীর্থযাত্রীদের সাহায্যের জন্য প্রতিটি ওয়াটার এটিএমে অপারেটর রয়েছেন। সেন্সর-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তিগত সমস্যাগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনও ত্রুটি দেখা দিলে জল নিগমের প্রযুক্তিবিদরা তাৎক্ষণিকভাবে সমাধান করবেন বলেও তিনি জানান।

পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রতিটি ওয়াটার এটিএম প্রতিদিন ১২,০০০ থেকে ১৫,০০০ লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী এর সুবিধা পেয়েছেন। মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ জানুয়ারি ৪৬,০০০ লিটার পানীয় জল সরবরাহ করা হয়েছে ওয়াটার এটিএমগুলির মাধ্যমে। মৌনী অমাবস্যার জন্যও একই ধরনের ব্যবস্থা করা হয়েছে। মৌনী অমাবস্যায় ১০ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাই পানীয় জলের কোনও অভাব যাতে না হয় সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে, মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের ঢল অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১০ কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান করেছেন।

সারা দেশ থেকে মহাকুম্ভে যাচ্ছেন পুণ্যার্থীরা

পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিয়েছেন। আরও অসংখ্য মানুষ মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছেন। ফলে আগামী কয়েক মাস সরগরম থাকছে প্রয়াগরাজ। বিদেশ থেকেও অনেক পুণ্যার্থী মহাকুম্ভে যোগ দিচ্ছেন। সবার সুবিধার কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ সরকার। পুণ্যার্থীদের থাকা-খাওয়া, শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

kumbh 2025: মহাকুম্ভ ২০২৫: কুমার বিশ্বাসের 'আপনে আপনে রাম' আয়োজন

১৯৫৪ সালের মহাকুম্ভ: ভয়াবহ দৃশ্য, বিদ্যুতের তারে ঝুলেছিলেন মানুষ

মহাকুম্ভ ২০২৫ শঙ্কর মহাদেবন থেকে কবিতা কৃষ্ণমূর্তি, তৈরি হল সুরের মায়াজাল