সেভিংস অ্যাকাউন্টে মাত্র ১০ লক্ষ টাকা থাকলে দিতে হবে ৬০% কর, প্রকাশ্যে নয়া নির্দেশিকা
- FB
- TW
- Linkdin
নতুন বছরে বদলেছে একাধিক নিয়ম। ব্যাঙ্ক খোলা বন্ধের সময় পরিবর্তন থেকে শুরু করে EPRO-র নিয়ম বদল হয়েছে।
তেমনই আবার তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এরই সঙ্গে পরিবর্তন হয়েছে আয় কর-র।
এবার ফের আয়কর বিভাগে একটি নতুন গাইডলাইন জারি করেছে। যেখানে বলা হচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে পড়বেন বিপদে।
আপনার থেকে কাটা হতে পারে ৬০ শতাংশ কর। প্রকাশ্যে এসেছে বিশেষ নিয়ম। যা না মানলে মোটা ট্যাক্স দিতে হবে।
প্রথমত জমা দেওয়ার সময় আপনাকে প্যান কার্ডের তথ্য দিতে হবে। সঙ্গে আরও কয়টি শর্ত মানতে হবে তা না হলে ব্যাঙ্ক কাটবে ৬০ শতাংশ কর।
সেভিংস অ্যাকাউন্টেই ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে পড়তে হবে সমস্যায়।
প্রকাশ্যে আসা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি যদি তাঁর সেভিংস অ্যাকাউন্ট নগদ ১০ লক্ষ্যের বেশি জমা করেন তবে তার উৎস জানানো বাধ্যতা মূলক।
উৎস জানাতে ব্যর্থ হলে কাটবে ৬০ শতাংশ কর। কালো টাকার ওপর নিয়ন্ত্রণ আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিয়ম অনুসারে, আর্থিক বছরে আপনার সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা দিতে হলে সঙ্গে রাখুন প্যান কার্ড ও আয়ের উৎসের প্রমাণ।
RBI নিয়ম অনুসারে, এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি জমা দিলে প্যান কার্ড দিতে হবে। আগে এই সীমা ছিল ৫০,০০০ টাকা। যা বৃদ্ধি করে পরে ২.৫ লক্ষ হয়। বর্তমানে ১০ লক্ষ করা হল।
তেমনই এই নিয়ম এড়ানোর আরও সহজ উপায় হল আয়কর রিটার্ন জমা দিন। আপনার আয়ের উৎস বৈধ হলে কোনও সমস্যা নেই।
তেমনই সমস্ত আয় এবং লেনদেনের নথি সংরক্ষণ করুন যাতে প্রয়োজনে কোনও তদন্তের ক্ষেত্রে তথ্য প্রদান করতে পারেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করে রাখুন।
আপনি ১০ লক্ষ টাকার বেশি জমা করতে সঙ্গে আপনার আয়কর রিটার্ন দিন।
এই সকল নিয়ম বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনার ব্যাঙ্কের উপদেষ্টার সঙ্গে কথা বলুন।