সংক্ষিপ্ত

  • অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
  • বিতর্কিত জমি রাম লালার, জানাল সর্বোচ্চ আদালত
  • পাঁচ একর জমি দিতে হবে মসজিদ তৈরি করতে
  • কেন্দ্রীয় সরকার তিন মাসে মন্দির তৈরির নিময় বানাবে

একবার দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার রায়ের পর ভারতীয় রাজনৈতিক ব্যক্তিরা কে কি মন্তব্য করলেন। সুপ্রিম কোর্টের রায় গিয়েছে রাম লালার পক্ষে। রায়কে স্বাগত জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। পাঁচ একর জমি দেওয়া হবে মসদিজ তৈরির জন। আগামী তিন মাসে মন্দির তৈরির নিময় বানিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এমনটাই জনাল সুপ্রিম কোর্ট।