সংক্ষিপ্ত
বাংলার ঐতিহ্যের ঝলক উঠে এল দিল্লির কর্তব্য পথে। উল্লেখ্য গতবছরই বাংলার দুর্গাপুজাকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো।
৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির কর্তব্য পথে দেখা গেল বাংলার 'দুর্গোৎসব'। দেশবাসীকে নারী ক্ষমতায়নের বার্তা দিল বাংলার ট্যাবলো। বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াযেঁ বাংলার ট্যাবলোতে দেখা গেল দুর্গা মণ্ডপের ধাঁচ। ডাকের সাজে সজ্জিত কার্তিক,গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পাশাপাশি ছিল মা দুর্গার মূর্তিও। শুধু তাই নয়। আটপৌরে শাড়ি, ধুনুচি নাচে দিল্লির রাস্তায় দেখা গেল একটুকরো বাংলা। ট্যাবলোর সামনে আটপৌরে ভঙ্গিতে লাল পাড় সাদা শাড়ি পড়ে ঢাক বাজাতে দেখা গেল মহিলাদের। সঙ্গে থাকল ধুনুচি নাচও। বাংলার ঐতিহ্যের ঝলক উঠে এল দিল্লির কর্তব্য পথে। উল্লেখ্য গতবছরই বাংলার দুর্গাপুজাকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো।
প্রসঙ্গত, এদিন সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় তিনি লিখলেন,‘প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমরা আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে উদযাপণ করছি। দেশের মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’
আজ দিল্লিতে একাধিক সম্মানে ভূষিত করা হল পুলিশকর্মীদের। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত করা হল। বীরত্বের পদক পেলেন ১৪০ জন পুলিশ কর্মী। রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন ৯৩ জন। দেশ সেবার জন্য পুলিশ পদক পেলেন ৬৬৮ জন। বীরত্বের পুরস্কারের তালিকায় নাম জম্মু ও কাশ্মীর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকার কর্মীদের। মোট ১৪০ জনের মধ্যে ৪৫ জন কর্মীই জম্মু ও কাশ্মীরের। ৮০ জন মাওবাদী অধ্যুষিত এলাকার।
আরও পড়ুন -
এক নজরে দেখুন দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের অস্ত্রের সম্ভার
গুগল ডুডলে মোদীর কর্তব্যপথ, গুজরাটি চিত্রশিল্পীর কাজে মুগ্ধ দেশবাসী