সংক্ষিপ্ত
আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্ট সূত্রের খবর এই মামলা বুধবার সকালে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণের এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর সেই কারণে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া দেওয়া হয়েছে।
আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মত সিভিক নিয়োগ, পদ্ধতি, বেতন সংক্রান্ত ৬ সুপ্রিম কোর্টের ৬টি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। সেখানেই বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে পুলিশের সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ৪ হাজারের বেশি। শিক্ষা প্রতিষ্ঠানে মোতায়েন করা হয়েছে ৩৩৯ জন সিভিক।
এদিন সুপ্রিম কোর্টে সিবিআই-এরও আরজি কর হত্যাকাণ্ড ও আরজি করের আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হতে পারে বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ।
আগের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার জানিয়েছিল, হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পুনর্গঠন করা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের কাজকর্মে আরও স্বচ্ছতা আনতে সার্বিক হাসপাতাল পরিচালন ব্যবস্থা চালু করা হচ্ছে বলেও জানান হয়েছে সুপ্রিম কোর্টে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ব্যবস্থা কতদূর এগোল এদিন তাও পর্যবেক্ষণ করার কথা ছিল সুপ্রিম কোর্টে।
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। তারপর থেকেই নির্যতিতার বিচারের দাবিতে সরব হয় জুনিয়র ডাক্তাররা। শুরু হয় কর্মবিরতি ধর্না অবস্থান। আরজি কর আন্দোলনের প্রভাব পড়েছিল গোটা দেশে। তারপরই সুপ্রিম কোর্ট নিজের উদ্যোগেই এই মামলার দায়িত্ব নেয়। এর আগেও প্রধান বিচারপতির অসুস্থতার কারণে একবার শুনানি পিছিয়ে গিয়েছিল।
সবিস্তারে আসছে...