সংক্ষিপ্ত
নিম্ন আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা ও সাজা ঘোষণার পর এই প্রথম সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজি কর মামলা।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতা মামলার (RG Kar case) শুনানি বুধবার, আগামিকাল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবারই নিম্ন আদালত সাজা ঘোষণা করেছে আরজি কর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের (Sanjay Roy)। সুপ্রিম কোর্টেও উঠতে পারে সাজার প্রসঙ্গ। বুধবার অর্থাৎ আগামিকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে উঠতে পারে মামলা। তালিকায় ৪২ নম্বরে রাখা রয়েছে মামলাটি।
নিম্ন আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা ও সাজা ঘোষণার পর এই প্রথম সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজি কর মামলা। ডিসেম্বরের শেষ দিকে শেষবার আরজি কর ইস্যুতে শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল। সেসময় আদালত জানায় জুন মাসের তৃতীয় সপ্তাহে হবে শুনানি। তবে এই সময়ের মধ্যে যদি কোনও কোনও কোনও পক্ষ যদি নতুন কোনও অভিযোগ জানাতে চায় বা মামলা সংক্রান্ত নতুন কোনও তথ্য পেশ করতে পারে চায় তাহলে সেই সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর নির্যাতিতার ববা ও মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। নির্যাতিতার পরিবারের আর্জি মেনেই বুধবার আরজি কর মামলার শুনানি হতে পারে।
শিয়ালদহ কোর্টের বিচারক আগেই' ভারতীয় ন্যায় সংহিতার ৬৪. ৬৬ ও ১০৩ (১) - এই তিনটি ধরায় দোষী সাব্যস্ত করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল কলেও শেষপর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে। প্রথমে ঘটনার তদন্ত করেছিল কলকাতা পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তের ভার নেয় সিবিআই। ঘটনার ৫ মাস পরেই নিম্ন আদালত বিচারপ্রক্রিয়া শেষ করে রায় দান করেছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।