সংক্ষিপ্ত

কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্যাম পিত্রোদা নিজের ইচ্ছেতেই ইন্ডিয়ার ওভারসিজ কংগ্রসেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

 

বিতর্কিত মন্তব্যের জের, এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন স্যাম পিত্রোদা। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন স্যাম পিত্রোদা। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সম্প্রতি স্যাম পিত্রোদা মন্তব্য করেছিলেন, 'ভারতের পূর্বের লোকেরা চিনাদের মতো ও দক্ষিণের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। পশ্চিমের মানুষরা আরবদের মত দেখতে ও উত্তরের গায়ের মানুষদের গায়ের রং সাদা।'পিত্রোদার এই মন্তব্যের পরই দেশজুড়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে।

ভোটের মধ্যেই সমস্যায় পড়তে হয় কংগ্রেসকে। যদিও বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্যাম পিত্রোদা নিজের ইচ্ছেতেই ইন্ডিয়ার ওভারসিজ কংগ্রসেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস স্যাম পিত্রোদার সিদ্ধান্ত মেনে নিয়েছে। অর্থাৎ কংগ্রেস স্যাম পিত্রোদার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

যদিও কংগ্রেস আগেই জানিয়েছিল দল স্যাম পিত্রোদার মন্তব্যকে সমর্থন করে না।

স্যাম পিত্রোদার এমন বক্তব্য এই প্রথম নয়। এর আগেও তিনি এমন বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। কয়েকদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, নির্বাচনের পর তাঁর সরকার ক্ষমতায় এলে একটি সমীক্ষা করা হবে এবং কার কত সম্পত্তি আছে তা খুঁজে বের করা হবে। রাহুল গান্ধীর এই বক্তব্য সম্পর্কে স্যাম পিত্রোদাকে জিজ্ঞাসা করা হলে তিনি আমেরিকায় আরোপিত উত্তরাধিকার কর উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকায় উত্তরাধিকার কর আছে। যদি একজন ব্যক্তির ১০০ মিলিয়ন ডলারের সম্পদ থাকে। তার মৃত্যুর পর, সম্পত্তির ৪৫ শতাংশ তার সন্তানদের কাছে হস্তান্তরিত হয়, আর ৫৫ শতাংশ সম্পত্তি সরকারের মালিকানায় পরিণত হয়।