সংক্ষিপ্ত
মুখ থুবড়ে পড়ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা! গণ ছুটিতে বিমান কর্মীরা।
মুখ থুবড়ে পড়ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা! গণ ছুটিতে বিমান কর্মীরা। যার জেরেই ব্যহত হয়ে পড়ছে বিমান পরিষেবা। দেশ জুড়ে বাতিল হয়েছে ৮৬টি এয়ার ইন্ডিয়ার বিমান। তবে বাতিল হওয়ার কারণ যাত্রীদের ভাড়া ফিরিয়ে দেওয়ারও ব্যবস্থা করেছে ইয়ার ইন্ডিয়া।
কিন্তু কী কারণে গণ ছুটি বিমান কর্মীদের। জানা গিয়েছে তাঁরা অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। তবে এই গণছুটির অন্য কারণ রয়েছে বলেই জানা গিয়েছে বিমানকর্মীদের তরফ থেকে।
জানা গিয়েছে, সংস্থার কিছু নিয়ম নীতি বদলাতেই এই গণছুটি নিয়েছে বিমানকর্মীরা। এমনকী তাঁদের মোবাইল ফোনও সুইচ অফ বলছে।
বিমান সংস্থার উচ্চ পদস্থ কর্মচারীরাও যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁদের পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে সংস্থার মুখপত্র জানিয়েছেন, "কেবিন ক্রু-দের একাংশ শেষ মুহূর্তে অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন,আমাদের বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। আমরা ওই কর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার কারণ বোঝার চেষ্টা করছি৷ এছাড়াও যাত্রীদের হয়রানি কমাতে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, আমরা নেওয়ার চেষ্টা করছি। "
বিজ্ঞাপন