- Home
- India News
- অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কাটবে না চার্জ, বড় সিদ্ধান্তের কথা ঘোষণা একাধিক ব্যাঙ্কের
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কাটবে না চার্জ, বড় সিদ্ধান্তের কথা ঘোষণা একাধিক ব্যাঙ্কের
Bank Balance Alerts: ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে এসবিআই সহ দেশের ছয়টি বড় ব্যাঙ্ক। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

এসবিআই ব্যাঙ্কে টাকা রাখার নতুন নিয়ম
বছর শেষের আগে এবার গ্রাহকদের জন্য দারুণ সুখবর। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক গড় ব্যালেন্স রাখা নিয়ে গ্রাহকদের জন্য নয়া সিদ্ধান্ত নিতে চলেছে এসবিআই সহ দেশের ছয়টি বড় ব্যাঙ্ক।
পিএনবি-র নতুন নিয়ম
জানা গিয়েছে, এতদিন পর্যন্ত ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে যে নিয়ম ছিলো এবং ন্যূনতম টাকা না রাখলে যে চার্জ কাটা হতো সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এত দিনের এই নিয়ম প্রত্যাহার করে নিয়েছে পিএনবি। ফলে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর এটা। এরফলে বহু মানুষের পুরনো চিন্তা দূর হলো।
চার্জ কাটবে না ব্যাঙ্ক
এখন অ্যাকাউন্ট ফাঁকা হলেও কোনও চার্জ কাটবে না ব্যাঙ্ক। আর্থিক নমনীয়তা বাড়ানো এবং বাজারের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ছয়টি ব্যাঙ্কের মধ্য়ে রয়েছে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, ইন্ডিয়ান ব্যাঙ্ক।
কোন কোন ব্যাঙ্ক চার্জ কাটবে না?
এছাড়াও চার্জ কাটবে না কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে ব্যাঙ্ক অফ বরোদা তাদের প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্টে এই চার্জ বজায় রাখলেও স্ট্যান্ডার্স সেভিংস অ্যাকাউন্টগুলিতে এই সিদ্ধান্ত তা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে।
ব্যাঙ্কের পদক্ষেপ
জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে মে মাসে কানাড়া ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। পিএনবি এবং এসবিআই তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে চার্জ তুলে নিয়ে গ্রাহকদের স্বস্তি দিলো।

