সংক্ষিপ্ত
দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বলা হয়েছিল জুনের প্রথম সপ্তাহেই খুলে যাবে স্কুল।
গরম কমার কোনও লক্ষ্মণ নেই। চিটচিটে ঘামে সারাদিন জেরবার মানুষ। মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন। এরই মধ্যে জানানো হয়েছে শীঘ্রই স্কুল খোলা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বলা হয়েছিল জুনের প্রথম সপ্তাহেই খুলে যাবে স্কুল।
হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি। উত্তরেও একই দশা। সকাল হতেই ভ্যাপসা গরম, অস্বস্তি চরমে। এই আবহে গরমের ছুটি শেষ হওয়ার মুখে ফের তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার! তাহলে কবে খুলবে স্কুল! নয়া নোটিশ জারি করেছের রাজ্যের শিক্ষা দফতর।
ভোটের পর গত ৩ জুন তারিখেই রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। তবে পড়ুয়াদের যেতে হবে আগামী ১০ জুন থেকে। তবে এরই মাঝে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় স্কুলগুলি। ফের রাজ্যে বাড়ছে গরমের ছুটি? তীব্র তাপপ্রবাহ ও ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।
দিল্লি এবং উত্তরপ্রদেশেও তাপমাত্রার রেকর্ড এতটাই ঊর্ধ্বমুখী তাই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে। ৫০ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার। উত্তরপ্রদেশে আগামী ১৮ জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজস্থান সরকার গত ১৭ই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। গরমের দাপটে সেই ছুটির দিন আরও বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। মধ্যপ্রদেশেও আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে পশ্চিমবঙ্গের স্কুল গুলি আগামী ১০ জুন খুলে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া হতে পারে কিনা আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছু জানায়নি। মনে করা হচ্ছে আপাপতত নির্ধারিত দিনেই খুলতে পারে রাজ্যের স্কুলগুলি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।