- Home
- India News
- India Railway: দারুণ খবর! সিনিয়র সিটিজেনদের জন্য বিরাট পদক্ষেপ রেলের, এবার থেকে মিলবে আলাদা কামরা
India Railway: দারুণ খবর! সিনিয়র সিটিজেনদের জন্য বিরাট পদক্ষেপ রেলের, এবার থেকে মিলবে আলাদা কামরা
রেলের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। EMU প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি কামরা এনেছে যাতে প্রবীণ নাগরিকেরা ভিড়ে কষ্ট না পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারে।

ব্যস্ত সময় শহরতলীর লোকাল ট্রেনে ওঠানামা করতে চিন্তায় ভোগেন সাধারণ মানুষ। এই সময় যাতায়াত করা একপ্রকার কঠিন হয়ে যায় প্রবীণদের জন্য।
কোনও ভাবে ট্রেনে উঠে পড়লেও সব সময় মেলে না সিট। তেমনই ভিড়ের কারণে ট্রেন থেকে নামা কঠিন হয়ে দাঁড়ায়।
সিনিয়র সিটিজেনদের এই সমস্যার বিষয় আগেই অবগত ছিল রেল কর্তৃপক্ষ। এবার রেলের পক্ষ থেকে নেওয়া হল নয়া উদ্যোগ। এবার থেকে আর সমস্যায় পড়বেন না প্রবীণরা।
সূত্রের খবর, রেলওয়ে বোর্ডের তরফ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কামরা আনার পরিকল্পনা করেছে। EMU প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি কামরা এনেছে।
এই বিশেষ কামকা তৈরি করা হয়েছে যাতে প্রবীণ নাগরিকেরা ভিড়ে কষ্ট না পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারে।
আপাতত এই সুবিধা পাবেন মুম্বই সার্বার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলো।
এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানান, এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, মাটুঙ্গার ওয়ার্কশপ তৈরি করছে এই বিশেষ কামরাটি।
এই কামরায় থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে ২-৩ জন করে বসার বেঞ্চ। প্রবীণ নাগরিকজের যাতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।
হ্যান্ডেলগুলো বেশ অনেকটাই নিচে রাখা হয়েছে। দরজার সামান্য ভারসাম্যও রাখা হয়েছে।

