LPG Tank Blast News:  এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা। বাড়ছে নিহতের সংখ্যা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

LPG Tank Blast News: এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত সাতজন। আহত অন্তত ১৫ জন। শনিবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুর-জলন্ধর সড়কের কাছে মান্ডিয়ালা এলাকায়। বিস্ফোরণের ভয়াবহতায় ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। বাকিদের গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম হল-সুখজিৎ সিং (ড্রাইভার), বলবন্ত রাই, ধর্মেন্দ্র ভার্মা, মনজিৎ সিং, বিজয়, জসবিন্দর কৌর এবং আরাধনা ভার্মা। ২৮ বছর বয়সী ধর্মেন্দ্র ভার্মাকে অমৃতসর নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তিনি মারা যান।

এছাড়াও পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে রয়েছেন বলবন্ত সিং (৫৫), হরবনস লাল (৬০), অমরজিৎ কৌর (৫০), সুখজিৎ কৌর, জ্যোতি, সুমন, গুরমুখ সিং, হরপ্রীত কৌর, কুসুমা, ভগবান দাস, লালি ভার্মা, সীতা, অজয়, সঞ্জয়, রাঘব এবং পূজা। তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হোশিয়ারপুরের পুলিশ সুপার মুকেশ কুমার মর্মান্তিক এই ঘটনায় নিহত ও আহদের সংখ্যা নিশ্চিত করেছেন। এবং বুলোয়াল থানার এসএইচও সাব-ইন্সপেক্টর মনিন্দর সিং জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড) এবং ৩২৪(৪) (সম্পত্তির ক্ষতিসাধন) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Scroll to load tweet…

দুর্ঘটনার খবরে নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিন তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড় প্রশাসন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।