Big Breaking: পুরীর রথযাত্রায় চরম বিশৃঙ্খলা! আহত অন্তত ৫০০ জন, আশঙ্কা জনক অনেকে, পরিস্থিতি সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী
ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পাঁচশোরও বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জগন্নাথ মন্দিরের বার্ষিক রথযাত্রা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশগ্রহণ করতে এসেছিলেন।
ভক্তরা তালধ্বজ রথের দড়ি ধরতে ছুটে গেলে, ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে কয়েকশো মানুষ আহত হন। বেশিরভাগের সামান্য আঘাত লাগলেও আশঙ্কাজনক ৮ জন। হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে।
রথযাত্রা উপলক্ষে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী শহর জুড়ে মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও (CAPF) রয়েছে। কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেল চরম বিশৃঙ্খলা। প্রবল বিশৃঙ্খলার চোটে আহত অন্তত ৫০০ জন।
ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পাঁচশোরও বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জগন্নাথ মন্দিরের বার্ষিক রথযাত্রা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশগ্রহণ করতে এসেছিলেন।


