সংক্ষিপ্ত

  • ভয়াবহ আগুন লাগল শতাব্দী এক্সপ্রেসে 
  • একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে 
  • কোনও যাত্রী হতাহত হয়নি
  • পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ছাড়ে ট্রেন

ভয়বহ আগুনের ছবি ধরা পড়ল শনিবার সকালে। এদিন শতাব্দী এক্সপ্রেসে হঠাৎই ধোঁয়া দেখা যায়। পরিস্থিতি আগে থেকেই অনুমান করতে পেরেছিল যাত্রীরা। তবে মুহূর্তে মধ্যে যাত্রী বোঝাই বগিতে আগুন ধরে যায়। দিল্লি থেকে লক্ষ্ণৌ গামী এই ট্রেনে আগুন লাগার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। 

আরও পড়ুন- কোভিড মোকাবিলায় আরও এক মাইলফলক অতিক্রম, সংক্রমণের সঙ্গে পাল্লা দিচ্ছে টিককরণ

বিষয়টা নজরে আসতেই তড়িঘড়ি ট্রেনকে থামানো হয় গাজিয়াবাদ স্টেশনে। সেখানেই একঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে ট্রেন। শনিবার ভোর ৬.৪৫ নাগাত আগুন লাগে শতাব্দী এক্সপ্রেসে। রেলের তরফ থেকে জানানো হয়, যে কোচে আগুন লেগেছে তা সনাক্ত করা হয়। প্রতিটা যাত্রী সুরক্ষিত রয়েছে, কোনও অসুস্থতার খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ৮.২০ নাগাত আবার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। 

 

 

আগে থেকেই গাজিয়াবাদ স্টেশনে জানানো হয়েছিল পরিস্থিতির কথা। তৎপরতার সঙ্গে সেখানকার রেলকর্মীরা জেনারেটর বগিকে আলাদা করে দেয় ট্রেনের অন্যান্য বগি থেকে। মুহূর্তে স্পটে ফারার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।