Narendra Modi: শনিবার পশ্চিমবঙ্গ ও অসম সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একইসঙ্গে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। এসআইআর ও অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের তোপ দেগেছেন মোদী।
KNOW
Narendra Modi Rally: এসআইআর (SIR) নিয়ে কংগ্রেসকে (Indian National Congress) তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। শনিবার অসমের (Assam) গুয়াহাটিতে (Guwahati) বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের পর এক জনসভায় তিনি বলেন, 'অনুপ্রবেশকারীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখার লক্ষ্যেই এসআইআর-এর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। অনুপ্রবেশ রোখার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু দেশদ্রোহীরা অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে।' কংগ্রেসকে তোপ দেগে মোদী আরও দাবি করেছেন, ক্ষমতায় থাকার সময় অসম ও উত্তর-পূর্ব ভারতকে অবহেলা করে গিয়েছে কংগ্রেস। অনুপ্রবেশে মদত দিয়ে গিয়েছে কংগ্রেস। এর ফলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এখানকার জনবিন্যাসও বদলে গিয়েছে। এই অঞ্চলের পরিচয় রক্ষা করার জন্য কোনও ব্যবস্থাই নেয়নি কংগ্রেস।
অনুপ্রবেশ নিয়ে সরব মোদী
অনুপ্রবেশ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে মোদী আরও বলেছেন, ‘অসম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন কোনওদিন কংগ্রেসের অ্যাজেন্ডাতে ছিলই না। অসমে অনুপ্রবেশকারীদের জঙ্গল ও জমি দখল করে নিতে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের নিরাপত্তা ও পরিচয় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এখন কংগ্রেসের দশকের পর দশক ধরে করে যাওয়া সেই ভুল সংশোধন করছে বিজেপি (BJP) সরকার।’
'ডাবল-ইঞ্জিন সরকারের উন্নয়ন'
অসম তথা উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন প্রসঙ্গে মোদী বলেছেন, ‘অসমে ডাবল-ইঞ্জিন সরকারের নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত। ব্রহ্মপুত্র (Brahmaputra) নদের মতোই বিনা বাধায় বয়ে চলেছে উন্নয়ন। অসমের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগ রয়েছে। এই ঘনিষ্ঠতা আমাকে অনুপ্রাণিত করে তোলে। অসম ও সমগ্র উত্তর-পূর্ব ভারত সারা ভারতের উন্নয়নের প্রবেশদ্বার হয়ে উঠেছে। উন্নত ভারতের লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে প্রতিটি রাজ্য, প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ অসমে দু'দিনের সফরে গিয়েছেন মোদী। শনিবার জনসভার পর তিনি গুয়াহাটিতে রোড শো করেন। রবিবারও অসমে তাঁর কর্মসূচি রয়েছে। কয়েক মাসের মধ্যেই অসমে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি নিয়েও বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন মোদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


