সংক্ষিপ্ত

অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ।

দেরাদুনে একটি গাড়ি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয় ছাত্রছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য উঠে সামনে এল। দুর্ঘটনার আগে পার্টিতে অংশগ্রহণকারীদের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। জানা গেছে, দলের একজন নতুন গাড়ি কেনার পরেই পার্টির আয়োজন করা হয়েছিল। এই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। তবে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, আহত সিদ্ধেশ নামের একজন ছাত্র সুস্থ হয়ে কথা বলতে পারলেই ঘটনার বিস্তারিত জানা যাবে। পার্টিতে তারা ঠিক কী কী ব্যবহার করেছিল তা নিয়েও তদন্ত চলছে।

আপাতত অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ। ট্রাক চালকের কোনও ভুল ছিল না বলেও পুলিশ জানিয়েছে। ১৯ থেকে ২৪ বছর বয়সী তিন যুবক এবং তিন যুবতী এই দুর্ঘটনায় মারা গেছেন। গাড়ি চালানো ২৫ বছর বয়সী এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত দেড়টায় দেরাদুনের ওএনজিসি চৌকে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছিল। জানা যাচ্ছে, একটি বিএমডব্লিউ গাড়ি তাদের গাড়িকে অতিক্রম করে।

তা দেখে তারা গাড়ির গতি আরও বাড়িয়ে সেই গাড়িটিকে পেছনে ফেলার চেষ্টা করেন। এরপরই শুরু হয়ে যায় প্রতিযোগিতা। সেই সময়, ক্রসিংয়ে একটি ট্রাক রাস্তা পার হচ্ছিল। সেই ট্রাকটি স্বাভাবিক গতিতেই চলছিল। কিন্তু ট্রাকটি রাস্তায় পৌঁছানোর আগেই গাড়ি চালক ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে।

কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি ট্রাকের বাঁদিকে দিকে ধাক্কা মারে। এরই ঘটনায় নিহত সকলেই দেরাদুনের ব্যবসায়ী পরিবারের সদস্য। দু'জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। গুনিত (১৯), নব্য গোয়াল (২৩), কামাক্ষী (২০), কুনাল কুকরেজ (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।