সংক্ষিপ্ত

  • পুজোর মধ্যে মধ্যবিত্তের জন্য বড় খবর
  • সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই
  • বুধবার সংশোধিত সুদের হার প্রকাশ করে এসবিআই
  • আরবিআই রেপো রেটের হারে ১৩৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে 

পুজোর বাজারে বড় খবর এসবিআই গ্রাহকদের জন্য। সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই। সম্প্রতি আরবিআই রেপো রেটের হারে ১৩৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছে বলে জানা গিয়েছে। আর তারই ফলশ্রুতি হিসেবে এসবিআই সুদের হার কমিয়েছে বলে জানা গিয়েছে। 

এই নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার বার ১৩৫ বেসিস পয়েন্টে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাংক। আর এবার ফের একবার। এর ফলে এসবিআই গ্রাহকদের সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানতের ওপর বড়সড় ধাক্কা আসতে চলেছে বলাই যায়। 

দীপাবলির উপহার দিল মোদী সরকার, পাঁচ শতাংশ হারে বাড়ছে ডিএ

এর আগে সেভিংস ডিপোজিটে এক লক্ষ টাকার ওপর এসবিআই ৩.৫ শতাংশ হারে সুদ দিত। বুধবার নয়া সিদ্ধান্তে তা করা হল ৩.২৫ শতাংশ। চলতি বছরেই ১ নভেম্বর এই  সিদ্ধান্ত কার্যকরী করা হবে বলে জানা গিয়েছে। 

এদিকে ‘এক বছর থেকে ২ বছরেরও কম’ মেয়াদে রিটেল টার্ম ডিপোজিট এবং বাল্ক টার্ম ডিপোজিটে সুদের হার যথাক্রমে ১০ এবং ৩০ বেসিস পয়েন্ট কমাচ্ছে এসবিআই। আগামিকাল অর্থাৎ ১০ অক্টোবর, ২০১৯ থেকেই এই নতুন এফডি হার কার্যকর হবে বলে জানা গিয়েছে।