সরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ২০০৭ সালের পর প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা লাভ করেছে।
সরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ২০০৭ সালের পর প্রথমবারের মতো আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা লাভ করেছে। এই সাফল্য সংস্থার উদ্ভাবন, আগ্রাসী নেটওয়ার্ক সম্প্রসারণ, ব্যয় অপ্টিমাইজেশন এবং গ্রাহক-কেন্দ্রিক পরিষেবা উন্নতির উপর ফোকাস প্রতিফলিত করে। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, BSNL এর তিনটি লাইন ফাংশন -- সেলুলার মোবিলিটি, FTTH, এবং লিজ লাইন -- যথাক্রমে ১৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের নিজস্ব টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা লাভের পথে ফিরে যাচ্ছে এবং আমরা অবশ্যই আশা করি যে এই বছর কেবল চতুর্থ ত্রৈমাসিকের শেষে রাজস্ব বৃদ্ধিই দেখা যাবে না, আমরা ব্যয় এবং খরচ নিয়ন্ত্রণে রাখব এবং উল্লেখযোগ্যভাবে ক্ষতি কমাব।’
BSNL-এর গ্রাহক সংখ্যা বাড়ছে
গত কয়েক বছরে ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল, জিও সংস্থার মোবাইল রিচার্জের খরচ অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এরই মধ্যে BSNL-এর রিচার্জের খরচ কম। ফলে অনেকেই নাম্বার পোর্ট করে নিয়েছেন। BSNL-এর গ্রাহক সংখ্যা ২০২৪ সালের জুনে ছিল ৮.৪ কোটি। তা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছে গিয়েছে। সিন্ধিয়া জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী, ১০০,০০০ টাওয়ারের মধ্যে প্রায় ৭৫,০০০ টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রায় ৬৫,০০০ টাওয়ার চালু করা হয়েছে এবং এ বছরের জুনের মধ্যে ১০০,০০০ টাওয়ারই চালু হবে।
BSNL কর্তৃপক্ষ খুশি
২০২৪-২৫ অর্থবর্ষের ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণা করে, BSNL-এর CMD এ রবার্ট জে রবি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে তাঁরা আশা করছেন, চলতি আর্থিক বছরের শেষে রাজস্ব বৃদ্ধি ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়াও, BSNL সফলভাবে আর্থিক ব্যয় এবং সামগ্রিক ব্যয় কমিয়েছে। যার ফলে গত বছরের তুলনায় ক্ষতি ১,৮০০ কোটি টাকারও বেশি কমেছে। গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ন্যাশনাল ওয়াইফাই রোমিং, BiTV - সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য বিনামূল্যে বিনোদন এবং সমস্ত FTTH গ্রাহকদের জন্য IFTV এর মতো নতুন উদ্ভাবন চালু করা হয়েছে। BSNL-এর CMD বলেছেন, ‘পরিষেবার মান এবং পরিষেবা নিশ্চয়তার উপর আমাদের অবিরাম ফোকাস গ্রাহকদের আস্থা আরও জোরদার করেছে এবং ভারতে BSNL-কে একটি শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী হিসেবে অবস্থানকে আরও সুসংহত করেছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিএসএনএল-এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যানে ১৫০ দিনের ভ্যালিডিটি, দেখুন আর কী অফার রয়েছে
BSNL: জিও, এয়ারটেলকে টেক্কা দিতে সস্তা বিএসএনএল, ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে নয়া চমক
