Strawberry Moon: চাঁদ আসবে আপনার ঘরে! ১১ বছর পরে মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকুন আপনিও
Strawberry Moon:আগামী ১০ আর ১১ জুন ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। চাঁদ আসবে আপনার ঘরের দোরগোড়ায়। স্ট্রবেরি মুনের কারণ হল দিগন্ত রেখার সবথেকে কাছে থাকবে চাঁদ। তাই অন্যান্যদিনের তুলনায় অনেক অনেক বড় দেখাবে চাঁদকে।

মহাজাগতিক ঘটনা
আগামী ১০ আর ১১ জুন ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। চাঁদ আসবে আপনার ঘরের দোরগোড়ায়।
কাছাকাছি চাঁদ
দিগন্ত রেখার সবথেকে কাছে থাকবে চাঁদ। তাই অন্যান্যদিনের তুলনায় অনেক অনেক বড় দেখাবে চাঁদকে।
খোলা চোখে
পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে চাঁদের আলো অতিক্রম করে আপনার চোখে ধরা দেবে চাঁদ। তাই দীর্ঘ সময় ধরেই একই উচ্চতায় দেখা যাবে চাঁদকে।
চাঁদ দেখার সময়
১০ ও ১১ জুন টান দুই দিন বড় দেখবে চাঁদকে। সময় হল রাত ১২টা বেজে ২০ মিনিট থেকে ৩টে ৪৪ মিনিট পর্যন্ত।
কতটা বড় হবে চাঁদ?
অন্যান্য দিনের তুলনায় ৯৯.৬০ শতাংশ বড় দেখাবে চাঁদকে। অর্থাৎ অনেকটাই বড় দেখাবে।
কারণ
কারণ সূর্য ও চাঁদের কৌণিক মহাজাগতিক আবস্থান। যার কারণেই এই মহাজাগতিক ঘটনা ঘটবে। এই ঘটনার নাম হল স্ট্রবেরি মুন। এই সময় চাঁদের রঙ অনেকটা হালকা গোলাপি রঙের হয়ে যায়।
বৈজ্ঞানিক নাম
বিজ্ঞানিরা এই ঘটনাকে স্ট্যাডিং স্টিল মুল বলেন। দীর্ঘ দিন পরে দেখা যাচ্ছে এই ঘটনা।
শেষবার স্ট্রবেরি মুন
শেষবার স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে। অর্থাৎ ১১ বছর পরে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। এরপর ২০৪৩ সালে আবার এই ঘটনা ঘটবে।
বৈজ্ঞানিক কারণ
পৃথিবী তার কক্ষে সূর্যের থেকে সাড়ে ২৩ ডিগ্রি কৌণিক ভাবে হেলে আছে। জুন মাসে পৃথিবীর বুকে সবথেকে সরাসরি সূর্যের আলো পড়ে। পৃথিবীর উপগ্রহ চাঁদ গড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে থাকে। সেই কারণে পৃথিবীর কক্ষ হেলে থাকায় চাঁদ সচরাচর সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে। এরমধ্যে কখনও চাঁদ সাড়ে ৫ ডিগ্রি নিচে বা ওপরে থাকে।
১৮ বছরে ১বার
স্ট্রবেরি মুনের সময় সব থেকে নিচের দিকের সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে চলে আসে। যা ১৮ বছরে মাত্র ১ বার হয়। তাই এই সুযোগ ছাড়বেন না। মেঘলা আকাশ থাকলে আলাদা কথা। কপাল গুণে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই আপনি হাতে চাঁদ পেতে পারেন।