কানাডয় হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কানাডা সংক্রান্ত বিতর্ক শুরু হওয়ার পর এই প্রথম কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'আমি কানাডায় একটি হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান আতঙ্কজনক। এ ধরনের সহিংসতা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করবে না। আমরা আশা করি কানাডা সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন বজায় রাখবে।' নরেন্দ্র মোদীর এই বক্তব্য স্পষ্ট তিনি বিশ্বের ভারতীয়দের পক্ষে দাঁড়িয়েছেন।

Scroll to load tweet…

বিদেশ মন্ত্রক এদিন কানাডায় ভারতীয় মন্দিরে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক বলেছেন, ভারত সরকার চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের এই হিংসার তীব্র নিন্দা করেছে। ভারতের বিদেশ মন্ত্রক আরও বলেছে। কানাডায় সমস্ত উপাসনালয়গুলির পর্যপ্ত সুরক্ষার প্রয়োজন রয়েছে। এই ব্যবস্থা কানাডা সরকারের করা উচিৎ বলেও মনে করে বিদেশ মন্ত্র।

কানাডার ব্র্যাম্পটনের একটি মন্দিরে রবিবার খালিস্তান সমর্থকরা মন্দিরে ঢুকে হিন্দু দর্শনার্থীদের ওপর ভয়াবহ হামলা চালায়। এতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার হামলার নিন্দা জানান। তিনি বলেন, এই ধরণের হিংসা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ট্রুডো বলেন, "ব্র্যাম্পটনের হিন্দু সভা মন্দিরে ঘটা এই ধরণের হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানাই। কানাডার প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীন ও নিরাপদে পালন করার অধিকার রয়েছে।" এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কানাডায় প্রবাসী ভারতীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।