সংক্ষিপ্ত

মুসলিম মহিলাদের জন্য ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট! বিবাহ বিচ্ছেদ হলে মিলবে এই অধিকার

এবার খরপোশ পাবেন মুসলিম মহিলারাও। বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও এবার থেকে খোরপোশ পাবেন। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ১২৫ নম্বর ধারা অনুযায়ী বিবাহ বিচ্ছিন্না মুসলিম মহিলারাও স্বামীর থেকে খরপোশ চাইতে পারেন এমনই রায় দিলেন বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ।

বিবাহ বিচ্ছেদের পরে স্বামীর কাছ থেকে খরপোশ না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেন এক মুসলিম মহিলা। এরপর নিম্ন আদালতে মহিলা জয়ী হন বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহিলার স্বামী। কিন্তু সেই মামলার শুনানিতেও মহিলার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।

খোরপোশের দাবি সমস্ত ধর্মের বিবাহ বিচ্ছিন্না মহিলারাই জানাতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালত জানায়, " মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ অধিকার সংরক্ষণ আইন ১৯৮৬-র সেকুলার আইনের উর্ধ্বে উঠতে পারেন না। সকল বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে কোনও ধর্মেরই হন না কেন। খোরপোশ কোনও দান-খয়রাত নয়। প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার।"

এ ছারাও বিচারপতি নাগারত্ন জানান," কোনও কোনও স্বামী এটা বুঝতে পারেন না যে তাঁর স্ত্রী মানসিক ও অন্যান্য দিক থেকে তাঁর উপরে অত্যন্ত নির্ভরশীল। সেক্ষেত্রে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভুমিকা ও আত্মত্যাগ স্বীকার করার সময় এসেছে।"