সংক্ষিপ্ত
ঋণের দায়ে কিডনি বিক্রি! সমাজ মাধ্যমের বিজ্ঞাপন দেখে কিডনি সমেত ২৯ লক্ষ ৫০ হাজার টাকা খোয়ালেন যুবক
ঋণের দায়ে জর্জরিত হয়ে কিডনি বিক্রি করে বিপাকে পড়লেন ৩১ বছরের এক অন্ধ্রপ্রদেশের যুবক। পেশায় অটোচালক এই ব্যক্তি। প্রচুর টাকা ঋণের দায় ছিল তার। শেষমেশ সামাজিক মাধ্যমে একটি বিজ্ঞাপন দেখেন তিনি। যেখানে এক মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে কিডনি দিলে৩০ লক্ষ টাকা পাওয়ার দাবি করা ছিল।
সেই বিজ্ঞাপন দেখেই নিজের কিডনি বিক্রি করেন যুবক। তারপরেই পরেন চরম বিপাকে। ৩০ লক্ষের জায়গায় মোটে ৫০ হাজার টাকা পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক।
একটি লোন অ্যাপে বিপুল টাকা লোন নিয়ে বিপদে পড়েন অটো চালক। তারপর বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে বাড়িতে এক এজেন্ট আসে। বাশা নামের ওই এজেন্ট তাকে কিডনির পরিবর্তে ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুধু তাই নয় আরও এক মহিলার সঙ্গেও তাঁর পরিচয় করান হয়, যিনি নিজেও কিডনি বিক্রি করে টাকা পেয়েছেন বলে তাকে আশ্বাস দেন।
পরে কিডনি দেওয়ার আগে তাঁকে ৫০ হাজার টাকা যুবকের হাতে তুলে দেন। কিন্তু কিডনি দানের পরে আর ২৯ লক্ষ ৫০ হাজার টাকা তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন যুবক।