সংক্ষিপ্ত
রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই রথ-রাজনীতির মধ্যেই এবার পা রাখতে চলেছেন বাংলার দুই খ্যাতনামা নেতা, শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই প্রচারকাজ সেরে ফেলেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও।
নতুন বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা ভোট। সেই উপলক্ষ্যে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি। চার দিন আগেই রাজ্য ব্যপী বিশাল রথ যাত্রার সূচনা করেছেন দলের মুখ্য সেনাপতি অমিত শাহ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই রথ-রাজনীতির মধ্যেই এবার পা রাখতে চলেছেন বাংলার দুই খ্যাতনামা নেতা, শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই প্রচারকাজ সেরে ফেলেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও।
১০ তারিখ, মঙ্গলবার ত্রিপুরায় পৌঁছচ্ছেন বাংলার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল ৯টা নাগাদ ত্রিপুরা পৌঁছনোর কথা রয়েছে তাঁর। মঙ্গলবারেই গোমতী জেলায় বিজয় সংকল্প যাত্রায় অংশ নেবেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর ‘জন বিশ্বাস’ রথ যাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিজেপির পক্ষ থেকে ত্রিপুরায় সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের পর মঙ্গলবারেই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচির আগে ত্রিপুরায় গিয়ে উপস্থিত হয়েছেন প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ৯ জানুয়ারি সোমবার ভারতীয় জনতা পার্টির বিশেষ প্রচার-গাড়িতে চড়ে আর.কে পুরে বিপুল জনসমর্থন আদায় করেন তিনি। কৃষি ক্ষেত্রের বিশেষ জনসভাতেও বক্তব্য রাখেন হেমন্ত।
১০ তারিখ, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যাতেই ত্রিপুরায় যাচ্ছেন প্রখ্যাত অভিনেতা তথা বিজেপির পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী। তবে, তাঁর পৌঁছনোর কথা রয়েছে সন্ধ্যা ৭টা নাগাদ। অর্থাৎ, শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা নেই মিঠুন চক্রবর্তীকে। আগরতলারই একটি বিলাসবহুল হোটেলে রাত্রিবাস করে পরদিন, অর্থাৎ ১১ তারিখ, বুধবার তিনি রওনা হবেন তেলিয়ামুরার উদ্দেশ্যে। সেখানে গেরুয়া শিবিরের বিজয় সঙ্কল্প মিছিলে যোগ দেবেন তিনি। এরপর মধ্যাহ্নভোজ সেরে পশ্চিম ত্রিপুরার মজলিশপুরে পৌঁছে ‘জন বিশ্বাস’ রথ যাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই যাত্রার শেষে বুধবার বিকেল চারটে নাগাদ মিঠুন চক্রবর্তী ত্রিপুরা থেকে ফিরে আসবেন বলে দলীয় সূত্রে খবর।
আরও পড়ুন-
‘বন্দে ভারত’ এক্সপ্রেসে কি আবার পাথর-হামলা? নিশ্চিত করে বলতে পারছেন না যাত্রীরা
ময়নাতদন্তের জন্য রাখা দেহ নিয়ে ডাক্তারি-শিক্ষার ওয়র্কশপ! আর জি কর হাসপাতালে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ঘটনা
অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ির চালক ও পরিচারকের আর্থিক লেনদেনে সন্দেহ, নিজামে তলব করল সিবিআই