সংক্ষিপ্ত

সেন্থিল বালাজির মন্ত্রিত্ব খারিজ করলে রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তারপরেই রাজভবন থেকে দ্বিতীয় চিঠিতে এল মন্ত্রিত্ব খারিজ না করার বার্তা। 

আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজি। সেসময় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তারপর বালাজির মন্ত্রিত্ব খারিজ করা নিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল আর.এন. রবি (R. N. Ravi)। সেই চিঠি পাঠানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবার পাঠানো হল একটি দ্বিতীয় চিঠি। সেই চিঠিতে মন্ত্রিত্ব খারিজ না করার কথা জানিয়ে দিলেন রাজ্যপাল।
(বিস্তারিত পড়ুন- আর্থিক তছরুপের দায়ে ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজি, মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ স্ট্যালিন)

রাজ্যপাল আর.এন. রবি ভি সেন্থিল বালাজিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার চিঠি পাঠাতেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। একজন মন্ত্রীর পদ খারিজ করে দেওয়ার মতো কোনও ক্ষমতা রাজ্যপালের নেই এবং সেই অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীর কাছে ন্যস্ত বলে দাবি করেছিল রাজ্যের শাসকদল। শুক্রবারই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এম কে স্ট্যালিন। এরপরেই বৃহস্পতিবার গভীর রাতে রাজভবন থেকে দ্বিতীয় একটি চিঠি পাঠানো হয়।

২৯ জুন রাত্রিবেলা, সেন্থিল বালাজির মন্ত্রিত্ব খারিজ করার প্রসঙ্গে লেখা প্রথম চিঠিটি পাঠানোর মাত্র কয়েক ঘণ্টা পরেই মধ্যরাতে দ্বিতীয় চিঠিটি পাঠানো হয়। সেই চিঠিতে রাজ্যপাল আর.এন. রবি জানিয়ে দিয়েছেন যে, ভি সেন্থিল বালাজিকে মন্ত্রিপরিষদ থেকে 'বরখাস্ত' করার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হল। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় আইন মন্ত্রকের কিছু নির্দিষ্ট সূত্র রাজ্যপাল আর এন রবিকে ইঙ্গিত দিয়েছিল যে, তাঁর এই পদক্ষেপের বিরুদ্ধে ডি এম কে দল আদালতের দ্বারস্থ হলে আদালত রাজ্যপালের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিতে পারে। এই কথা জানতে পেরেই রাজ্যপাল অতি শীঘ্র বালাজির মন্ত্রিত্ব খারিজ করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন এবং তড়িঘড়ি মধ্যরাতে চিঠি দিয়ে সেই কথা জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-

Weather News: বৃষ্টির জেরে তাপমাত্রার আমূল পরিবর্তন, শুক্রবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

Nag Panchami: কালসর্প দোষ বা রাহু-কেতুর দশা, নাগ পঞ্চমীতে মিলবে মুক্তি, জেনে নিন ব্রত পালনের তারিখ ও নিয়ম
Mamata Banerjee: সামনে এল ছবি! কীভাবে জরুরি অবতরণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, কীভাবে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী?