কুলগামে নিরাপত্তা বাহিনীর হাত থেকে পালানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জঙ্গিদের খাবার সরবরাহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পালানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যান তিনি।
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর হাত থেকে পালানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। উঁচু জায়গা থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ আহমেদ মাগ্রে (২৩) নামের ওই ব্যক্তি জঙ্গলে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হঠাৎ পাথুরে নদীতে ঝাঁপ দেন।
সূত্রের খবর, শনিবার মাগরেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, কুলগামের তাংমার্গের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার ও রসদ দিয়েছিল সে।
সূত্রের খবর, অভিযুক্তরা সন্ত্রাসবাদীদের আস্তানায় নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব দিতে রাজি হয়েছিল। সূত্রের খবর, রবিবার সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দলকে নিয়ে ওই গোপন আস্তানায় অভিযান চালানোর সময় মাগ্রে পালানোর তাগিদে ভেশো নদীতে ঝাঁপ দেন।
তার পালিয়ে যাওয়ার মুহূর্তটিও ধরা পড়েছে ক্যামেরায়। তিনি যখন বোল্ট করার সিদ্ধান্ত নেন তখন তার আশেপাশে কেউ ছিল না। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টা করছিলেন, কিন্তু প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় এবং তিনি ডুবে যান। গোটা ঘটনার ধারাবাহিকতা ধরা পড়েছে ক্যামেরায়।
সূত্রের খবর, যাঁরা এই ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন, তাঁদের নিন্দা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, ওই ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য নিরাপত্তা বাহিনীকে ভুলভাবে দোষারোপ করা উচিত নয়।
এর আগে রবিবার পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইমতিয়াজ আহমেদ মাগরাইয়ের মৃত্যুর ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। কুলগামের একটি নদী থেকে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইমতিয়াজ মাগরেকে দু'দিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল এবং এখন রহস্যজনকভাবে তার মৃতদেহ নদীতে উঠে এসেছে। এই প্রথম নয়, এর আগেও কোনও স্থানীয় বাসিন্দা সীমান্ত সংযোগ রয়েছে এমন সন্ত্রাসবাদীদের খাবার ও রসদ দিতে গিয়ে ধরা পড়লেন।


