সংক্ষিপ্ত

  • ফের জঙ্গি  হামলা জম্মু ও কাশ্মীরে
  • অনন্তনাগে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করা হল গ্রেনেড
  • এর আগে ২৮ সেপ্টেম্বরও একই রকম গ্রেনেড হামলা হয়েছিল
  • একই দিনে সংঘর্ষে মারা গিয়েছিল তিন জঙ্গি

ফের একবার জঙ্গি  হামলা হল জম্মু ও কাশ্মীরে। শনিবার সকালে অনন্তনাগে ডেপুটি কমিশনারের বাড়িুর সামনে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। এই হামলায় কারোর প্রাণ না গেলেও ৫ জন আহত হয়েছেন।

৩৭০ ধারা বাতিলের পর থেকে প্রায় মাসদুয়েক একটিও সন্ত্রাসবাদী হামলা হতে দেখা যায়নি উপত্যকায়। কিন্তু সম্প্রতি আবার মাথাচাড়া দিতে শুরু করেছে জঙ্গিরা। বিশেষ মর্যাদা বাতিলের পর এই নিয়ে উপত্যকায় দ্বিতীয় জঙ্গি হামলা হল।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর শ্রীনগরের শহরতলী, এলাকায় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। তবে নিশানায় ভুল করায় জওযানরা বেঁচে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল নাওয়া কাদাল এলাকায়। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিআরপিএফ জওয়ানরা টহলদারিতে,বেরিয়েছিলেন।

ওই একই দিনে জম্মু-কিষ্টওয়ার হাইওয়ের বাটোটে এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়। অপরদিকে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানেরও।