- Home
- India News
- Bank Holiday: জুন মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন কবে কবে হবে না ব্যাঙ্কের কাজ
Bank Holiday: জুন মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন কবে কবে হবে না ব্যাঙ্কের কাজ
জুন মাসে ব্যাঙ্কগুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে। আরবিআই হলিডে ক্যালেন্ডার অনুসারে, জুন মাসের প্রথম সপ্তাহে পরপর দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ জুন শনিবার ইদের জন্য ছুটি থাকবে এবং ৮ জুন রবিবার।
111

Image Credit : social media
নতুন ক্যালেন্ডার আসার সঙ্গে সঙ্গে লোকেরা প্রথমে ছুটির তালিকাটি দেখে। আরবিআই ক্যালেন্ডার অনুসারে ব্যাঙ্কগুলিতে ছুটির দিনগুলি সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঙ্কগুলির ছুটি সবাইকে প্রভাবিত করে।
211
Image Credit : Asianet News
জুন মাস কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে। ব্যাঙ্কগুলি জুন মাসে ১২ দিনের জন্য বন্ধ থাকবে। আরবিআই হলিডে ক্যালেন্ডার অনুসারে জুন মাসে ব্যাঙ্কগুলি কখন বন্ধ হবে তা আমরা আপনাকে বলি।
311
Image Credit : our own
জুন মাসে থাকছে পরের পর ব্যাঙ্ক বন্ধ। শুধু দ্বিতীয় বা চতুর্থ শনিবার নয়, এ ছাড়াও বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করেছে কেন্দ্র।
411
Image Credit : our own
জুন মাসে লম্বা ছুটির তালিকা না জেনে নিলে বহু গ্রাহকেরাই বিপদে পড়তে পারেন। আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন দিন ছুটি পড়েছে।
511
Image Credit : our own
পরপর ২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে জুনের প্রথম সপ্তাহেই। ৭ জুন শনিবার ইদের জন্য ছুটি থাকবে।
611
Image Credit : our own
তাই ৮ জুন রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক
711
Image Credit : Social media
এ ছাড়াও ১৪ জুন দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে।
811
Image Credit : FREEPIK
১৫ জুন পড়েছে রবিবার ফলে ওই সপ্তাহতেও সাধারণ ভাবে ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
911
Image Credit : our own
তবে ২৭ জুন শুধু ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি সমস্ত রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক। তাই এই ছুটি হয়তো পাবেন না পশ্চিমবঙ্গের মানুষ।
1011
Image Credit : Getty
২৭ জুন রথযাত্রার কারণে ব্যাঙ্ক ছুটি থাকছে ২৮ জুন আবার চতুর্থ শনিবার ফলে ২৭, ২৮, ২৯ তিনদিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকছে জুন মাসে।
1111
Image Credit : our own
২৯ জুন ও ৩০ জুন পর পর ২ তিন তেলেঙ্গানা ও মিজোরামে ব্যাঙ্ক ছুটি থাকবে। ফলে জুন মাসে একটানা বহুদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।
Latest Videos

