সংক্ষিপ্ত
শ্রীবেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এক মহিলা জুনিয়র ডাক্তারের চুলির মুঠি ধরে লোহার খাটের উপর ঠুকে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছে। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরজি কর হাসপাতালের ঘটনায় এখনও আগুন জ্বলছে সারা দেশে। প্রতিবাদ বিক্ষোভের ঝড় থামছে না। দেশের নানা প্রান্তে কর্মবিরতিও করেছেন চিকিৎসকরা। এখনও বিচারের দাবিতে পথে নামছেন মানুষ। তবে চিকিৎসকদের ওপর যে আক্রমণ ও হামলার ঘটনা বিন্দু মাত্র কমেনি, তা একের পর এক ঘটনা থেকেই বোঝা যায়।
শ্রীবেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এক মহিলা জুনিয়র ডাক্তারের চুলির মুঠি ধরে লোহার খাটের উপর ঠুকে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছে। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও। দ্য ওয়াল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক রোগী রীতিমতো হিংস্রভাবে ওই মহিলা ডাক্তারের চুল ধরে, হাসপাতালের বিছানার স্টিলের ফ্রেমে মাথা ঠুকে মারছে। আচমকা এমন ঘটনায় ওয়ার্ডের অন্যান্য ডাক্তাররা ছুটে আসেন, দ্রুত থামানো হয় ওই আক্রমণকারী রোগীকে, তাকে সরিয়েও দেওয়া হয় সেখান থেকে।
দেখুন সেই ভিডিও।
কিন্তু এত কিছুর মধ্যেও বাস্তব পরিস্থিতি যে সেই তিমিরেই থেকে গেছে, ডাক্তারদের প্রাণ যে এখনও বিপন্ন, সেই ছবিই স্পষ্ট হল তিরুপতিতে মহিলা ডাক্তারদের উপর হামলার ঘটনায়। এদিকে, আরজি করের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ৮ অগাস্ট গভীর রাতে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ করা হয়েছিল। মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পরের দিন অর্থাৎ ৯ অগাস্ট সকাল ৯টা নাগাদ। গোটা ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। একের পর এক তথ্য সামনে উঠে আসছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।