- Home
- India News
- একধাক্কায় অনেক টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের! উৎসবের মরশুম শেষ হতেই মারাত্মক খারাপ খবর
একধাক্কায় অনেক টাকা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের! উৎসবের মরশুম শেষ হতেই মারাত্মক খারাপ খবর
একধাক্কায় অনেক টাকা দাম বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের! উৎসবের মরশুম শেষ হতেই মারাত্মক খারাপ খবর
17

Image Credit : iSTOCK
উৎসবের মেজাজ কাটতে না কাটতেই খারাপ খবর! বড় ধাক্কা লাগল গ্যাসের দামে। এবার ফের টান পড়তে চলেছে বাঙালির হেঁশেলে। (LPG Price Hike)
27
Image Credit : Getty
প্রতিমাসে আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে ওয়েল মার্কেটিং সংস্থা।
37
Image Credit : our own
এবার এই পর্যালোচনাতেই দাম বাড়ল গ্যাসের সিলিন্ডারের। আসুন জেনে নেওয়া যাক কত টাকা বাড়ানো হয়েছে।
47
Image Credit : social media
সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ৬১ টাকা। একলাফে ৬১ টাকা দাম বাড়ল গ্যাসের।
57
Image Credit : Getty
তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম বাড়েনি। বাড়ানো হয়েছে ১৯ কেজি সিলিন্ডারের এই সিলিন্ডার মূলত রেস্তোরায় ব্যবহার করা হয়।
67
Image Credit : google
এই নিয়ে পরপর চার বার বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। প্রায় ৬১ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
77
Image Credit : Twitter
এই নতুন দাম কার্যকর হবে ১ নভেম্বর থেকে। কলকাতা ৬১ টাকা দাম বেড়ে গ্যাসের দাম দাঁড়াল ১৯১১.৫০ টাকা।
Latest Videos