Viral Video : ট্র্যাক্টারের চাকায় চাপা পড়েও সেই ট্র্যাক্টারই চুরি করল চোর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
চাবি ঘোরাতেই ট্র্যাক্টার চালু হয়ে এগোতে শুরু করে । এরপর ট্র্যাক্টারের বড় মোটা চাকা চোরের পুরো শরীরের ওপর দিয়ে চলে যায় । এর পরও চোর সেই ট্র্যাক্টারটিকে এগিয়ে গিয়ে ধরে এবং সেই ট্র্যাক্টারে উঠে সে পালিয়ে যায়।
সাম্প্রতি গুজরাতে এক অভিনব চুরির ঘটনা সামনে এসেছে । ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্র্যাক্টার চুরি করতে যায় চোর । চাবি ঘোরাতেই ট্র্যাক্টার চালু হয়ে এগোতে শুরু করে । এরপর ট্র্যাক্টারের বড় মোটা চাকা চোরের পুরো শরীরের ওপর দিয়ে চলে যায় । এর পরও চোর সেই ট্র্যাক্টারটিকে এগিয়ে গিয়ে ধরে এবং সেই ট্র্যাক্টারে উঠে সে পালিয়ে যায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।