- Home
- India News
- 8th Pay Commission: বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় চমক! মিলবে কয়েকগুণ বেশি সুবিধা
8th Pay Commission: বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় চমক! মিলবে কয়েকগুণ বেশি সুবিধা
অষ্টম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালে লাগু হতে পারে। কেন্দ্রীয় সরকারের কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন তিন মাসের গড় ধরে মহার্ঘ ভাতা ও ত্রাণের হিসাব করার প্রস্তাব দিয়েছে।

২০২৬ সালে লাগু করা হতে অষ্টম বেতন কমিশন। যার সুপারিশ করা হয়েছে সদ্যই।
কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে।
সুত্রের খবর এখনও কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে কিছুই বলেনি। তবে সব বিষয় নিয়ে আলোচনা চলছে।
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে।
১২ মাসের গড়ের পরিবর্তে তিন মাসের গড় ধরে সকলের ক্ষেত্রেই মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করা উচিত৷
কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।
মহার্ঘ ভাতার হিসেবের পদ্ধতিতে পরিবর্তন এমনভাবেই করতে হবে যাতে অন্যান্য সরকারি খাতের কর্মারাও ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীদের মতো প্রতি তিন মাস অন্তর প্রকৃত মূল্যবৃদ্ধি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ ডিএ বা ডিআর পান৷
মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করার পদ্ধতিতে অভিন্নতা আনার ওপর গুরুত্ব আরোপ করে চিঠিতে লেখা হয়েছে, প্রতি তিন মাস অন্তর ব্যাঙ্কিং কর্মীদের ডিএ পরিবর্তন করা হয়
ছয় মাসে ০.৯ শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন অন্যান্য খাতের কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীরা যেভাবে 'পয়েন্ট টু পয়েন্ট' ডিএ পান, সব ক্ষেত্রেই একইভাবে ডিএ বা ডিআর পাওয়া উচিত৷