- Home
- India News
- ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি! সঞ্চিত টাকা হারিয়ে ফেলতে পারেন
১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি! সঞ্চিত টাকা হারিয়ে ফেলতে পারেন
১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি! সঞ্চিত টাকা হারিয়ে ফেলতে পারেন

২০২৫ সালে বন্ধ হয়ে যাবে পরের পর তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরবিআই।
গ্রাহকদের সাইবার সুরক্ষা থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে RBI। গ্রাহকদের সাইবার সুরক্ষা ও ডিজিটাল পরিষেবার সুবিধা দিতেই এই পদক্ষেপ নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
এই পদক্ষেপের ফলে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখ্যযোগ্যভাবে কমবে বলে মনে করছে RBI। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি দুই বা তার বেশি কোনও লেনদেন না হলে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলিকে নিষ্ক্রিয় করে ফেলা হবে।
১ জানুয়ারি থেকে এইসব অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে RBI।
এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টও বন্ধ করে দেবে RBI।
নিরাপত্তা বাড়াতে এ বার এই অ্যাকাউন্টগুলি বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে চাইলেই এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবে গ্রাহকরা। এরজন্য দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ছাড়াও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যেখানে বহুদিন ধরে কোনও লেনদেন হচ্ছে না। সেইসব অ্যাকাউন্টও বন্ধ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এর সঙ্গে KYC-র কোনও সম্পর্ক নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওইসি নথি জমা থাকলেও বন্ধ হয়ে যেতে পারে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
এক্ষেত্রে গ্রাহকদের সবসময় নিজের নথি আপডেট করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করতে নিজের সমস্ত নথি নিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।