- Home
- India News
- DA Update: নতুন বছরের প্রথম মাসেই মহার্ঘ ভাতা বাড়ছে, জানুন কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা
DA Update: নতুন বছরের প্রথম মাসেই মহার্ঘ ভাতা বাড়ছে, জানুন কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা
- FB
- TW
- Linkdin
নতুন বছরেই ডিএ
নতুন বছরের প্রথম মাসেই সরকারি কর্মীদের জন্য সুখবর। বাড়তে পারে ডিএ (DA Hike)। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
ডিএ বৃদ্ধির কারণ
নতুন করে মূল্যবৃদ্ধির থেকে সরকারি কর্মীদের রেহাই দিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। সেই ক্ষেত্রে All India Consumer Price Index (AICPI)-এর ওপর ভিত্তি করে এই টাকা বাড়ানো হতে পারে।
বছর শেষে সূচক পেশ
দেশের মূল্যবৃদ্ধির সূচক হিসাবে ধরা হয় এই সূচককে। বছর শেষ হতেই হাতে আসবে এই সূচকের তথ্য়। যার ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ানো হবে।
অক্টোবরে ডিএ বৃদ্ধি
অক্টোবর মাসেই মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিন শতাংশ করে বাড়িয়েছিল। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান।
উপকৃতের সংখ্যা
কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির কারণে দেশে উপকৃত হন এক কোটিরও বেশি পেনশনভোগী ও সরকারি কর্মী।
জানুয়ারিতে ডিএ বৃদ্ধি
নরেন্দ্রী মোদী সরকার সূত্রের খবর, মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ৫৬ শতাংশ।
অক্টোবরে AICPI সূচক
অক্টোবরেই AICPI সূচক বেড়ে ১৪৪.৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। এই বৃদ্ধি হলে সরাসরি বেতন বাড়বে সরকারি কর্মী ও পেনশনারদের।
বেতন অনুযায়ী ডিএ
কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী যে কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা তারা অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। যাদের বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা- তাদের ডিএ হবে ৭৫০০ টাকা।
অবসরপ্রাক্ত কেন্দ্র সরকারের কর্মীদের জন্য
পেনশনারদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩৭৫০ টাকা হতে পারে।
অষ্টম বেতন কমিশন
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছেন, এখনও সরকারের তেমন কোনও পরিকল্পনা নেই।