সংক্ষিপ্ত

  • সপ্তম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের জন্য সুখবর
  • দীপাবলিতে মোদী সরকার দিতে চলেছে বড়সড় উপহার
  • আর্মি অর্ডিন্যান্স, কর্প-এর কর্মচারীরা বোনাস পাবেন বলে জানা গিয়েছে
  • প্রায় ৯,০০০ টাকা বোনাস পেতে পারেন বলে সূত্রের খবর

উৎসবের মরসুমে কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। মোদী সরকার আর্মি অর্ডিন্যান্স কর্প (AOC)-এর কর্মচারীরা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। ৪০ দিনের বোনাস প্যাকেজ পাবেন এই কর্মচারীরা। AOC-র গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি নন গ্যাজেটেড কর্মচারীরা এই বোনাস পাবেন। 

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস সরকারি কারখানা এবং ওয়ার্কশপে যারা কাজ করে তাদের দেওয়া হয়। ১৯৮৩ সাল থেকে এটি দেওয়া হচ্ছে। এই পিএলবি অনুসারেই বহু কর্মচারীরা ৯২১০ টাকা বোনাস পাবেন বলে জানা যাচ্ছে।

দেশজুড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতায় আজ জ্বালানির মূল্য কত

এ সম্পর্কে আরও জানতে আর্মি অর্ডিন্যান্স কর্পের আধিকারিক ওয়েবসাইটে চোখ রাখতে হবে। তবে সাধারণ কর্মচারীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড অনুসারে ১৫৮০ টাকা বোনাস পাবেন বলে জানা গিয়েছে। 

বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত খবর থেকে আরও জানা যাচ্ছে, ভারতীয় রেলওয়ে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর নন গ্যাজেটেড কর্মচারীদের প্রথম দিনই ৭৮ দিনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেলের এই সিদ্ধান্তে ১২ লক্ষ নন গ্যাজেটেড কর্মীদের লাভ হবে। রেল কর্মীরা ১৭৯৫১ টাকা বোনাস পাবে বলে সূত্রের খবর