সংক্ষিপ্ত

১৩ এপ্রিল পর্যন্ত জামিনে স্বস্তি রাহুল গান্ধীর। আদালত থেকে বেরিয়েই মোদীকে নিশানা কংগ্রেস নেতার। 'অমৃতকাল' নিয়ে তীব্র কটাক্ষ।

 

চার বছরের পুরনো মানহানি মামলায় সুরাটের দায়রা আদালত জামিন মঞ্জুর করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এদিন তিনি সুরাটের আদালতে সশরীরে উপস্থিত হয়েছিলেন। আদালত থেকে বেরিয়েই রাহুল গান্ধী তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি মোদীর নাম না করেই বলেন, 'গণতন্ত্র বাঁচাতে মিত্রকালের বিরুদ্ধে এই লড়াই।' এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী তিনি বলেনস গণতন্ত্র বাঁচাতে তাঁর হাতিয়ার হল সত্য। সোমবার আদালত থেকে বেরিয়ে গিয়ে রাহুল গান্ধী একটি টুইট করেন। সেখানেই তিনি নাম না করে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন্দ্রীয় সরকার স্বাধীনতার 'অমৃতকাল' পালন করছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য এনডিএ জমানায় দেশের অগ্রগতি হয়েছে। যা মানতে নারাজ কংগ্রেস। তাই রাহুলের এই 'মিত্রকাল' মন্তব্য বলেও মনে করছেন অনেকে।

সুরাট আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়াঙ্কাকে নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেছিলেন। যেখানেই তাঁর আবেদনের শুনানি হচ্ছিল। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এই মমলার পরবর্তী শুনানিও ১৩ এপ্রিল।

রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনের সময় কর্নাটরে কোলারে একটি জনসভায় রাহুল গান্ধী নীরব মোদী ও ললিত মোদী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন 'সব চোরেদের পদবী কেন মোদী হয়?' তারপরই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদী। এই মামলার কারণে রাহুল গান্ধীকে সাংসদ পদ খোয়াতে হয়েছে। যাইহোক, রাহুল গান্ধী যে এই মামলার কারণে দমে যাননি এদিন তা আবারও স্পষ্ট করে দ দিয়েছিলেন তাঁর 'মিত্রকাল' মন্তব্য দিয়ে। কারণ রাহুল গান্ধী মোদীকে টার্গেট করে সর্বদাই বলে থাকেন মোদী দেশের নাগরিকদের জন্য তেমন চিন্তিত নন, যতটা চিন্তিত তিনি তাঁর বন্ধুদের জন্য। গৌতম আদানি থেকে শুরু করে পলাতক নীরব মোদী ও ললিত মোদী ইস্যুতে রাহুল গান্ধী আক্রমণ করেন মোদীকে। পাশাপাশি তাঁদের সঙ্গে মোদীর সম্পর্কের কথা তুলে ধরে কটাক্ষও করেন।

রাহুল গান্ধী এদিন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন, অশোক গেহলট, ভূপেশ বাঘেলা, সুখবিন্দর সিং সুখু। তাঁরা জানিয়েছেন, রাহুল গান্ধীকে নৈতিক সমর্থন দেওয়ার জন্যই তাঁরা সুরাটে এসেছেন। রাহুল গান্ধী এদিন আদালতে হাজিরা হওয়ার আগে গতকাল তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তবে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতাদের এই সুরাটের আদালতে উপস্থিত হওয়ার জন্য রীতিমত কটাক্ষ করেছে বিজেপি।

সুরাটের আদালতে রায়ঃ

চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯ সালের দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনও মঞ্জুর করেছেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁকে উচ্চ আদালতে যাওয়া অনুমতি দিয়েছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি নেতা পূর্ণেশ মোদী মামলা দায়ের করেছিলেন। কর্ণটকে লোকসভার প্রচারে গিয়ে রাহুল গান্ধী নীরব মোদী ও ললিত মোদী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন 'সব চোরেদের পদবী কেন মোদী হয়?' যদিও বিজেপির অভিযোগ রাহুল গান্ধী পিছিয়ে পড়াদের লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে বিজেপি।

সাংসদ পদ খারিজ

গুজরাট আদালতের রায় ঘোষণার পরেই লোকসভা সচবিচালয় জানিয়েদ দিয়েছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য সাংসদ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়াইনাডের সাংসদ হিসেবে তাঁক অযোগ্যতা ২৩ মার্চ ২০২৩ সাল থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ তিনি এখন আর সাংসদ নন। তাঁর দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকে তা কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সুরাটেরর আদালত বৃহস্পতিবার মানহানির মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। মোদী পদবী নিয়ে তাঁর মন্তব্যের অভিযোগে গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।