সংক্ষিপ্ত
Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরে ভয়াবহ হামলার হুঁশিয়ারি! মন্দিরের মেইল আইডিতে এল হুমকি ইমেইল, তৎপর যোগী সরকার
অযোধ্যার রাম মন্দিরে ভয়াবহ হামলার হুঁশিয়ারি! পাঠানো হয়েছে হুমকি ইমেল। হুমকিবার্তা এসেছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী সরকার।
এ প্রসঙ্গে অযোধ্যার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, তামিলনাড়ু থেকে কোনও ব্যক্তিই ওই মেইলটি করেন। তারপরেই আরও জোরদার হয়েছে মন্দিরের নিরাপত্তা।
তবে এ প্রসঙ্গে মন্দির কমিটিতে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যেই বিশেষ বাহিনী গড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে সেই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এই পুলিশি বাহিনীতে রয়েছে বাছাই করা ২০০ অফিসার। জওয়ানও রয়েছে এই বাহিনীতে। গত বছর ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরেই মন্দিরের দায়িত্ব নিয়েছে এই বাহিনী। ব্ল্যাক ক্যাট বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রেই প্রশিক্ষণ পেয়েছে এই বিশেষ বাহিনী।
তবে এই ইমেইল পাওয়ার পর থেকেই আরও সাবধান হয়ে গিয়েছে উত্তর প্রদেশ সরকার। কে এবং কেন এই ইমেল পাঠিয়েছে তার তদন্ত চলছে। গোটা মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উত্তর প্রদেশে রাম মন্দির স্থাপনের পরেই বেড়ে গিয়েছে পর্যটকের সংখ্যা. তাই পর্যটকদেরও সুরক্ষা দিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে যোগী সরকার। অন্যদিকে এই বিশে, পুলিশি বাহিনীও পর্যবক্ষেণ করছে অনবরত। মোদীর এই বাহিনীই রক্ষা কবচ হিসেবে রয়েছে রাম মন্দিরের।