Operation Akhal News: কাশ্মীরে অপারেশন আখালে খতম আরও তিন জঙ্গি। অব্যাহত সেনা-জঙ্গি লড়াই। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Operation Akhal News: জঙ্গি নিধনে উপত্যকা জুড়ে চলছে অপারেশন আখাল। গত শুক্রবার থেকে জঙ্গিদের বিরুদ্ধে ভূস্বর্গের জলে-জঙ্গলে চলছে নাকা তল্লাশি। ররবিবার অপারেশন আখালে দুজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। তবে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুত্বর জখম হয়েছেন একজন জওয়ান। এই নিয়ে এখনও পর্যন্ত ছয়জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। তাদের মধ্যে তিনজন মারা গিয়েছে সেনার সঙ্গে এনকাউন্টারে।

এদিকে অপারেশন আখালের জেরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলে ঘনঘন শোনা যাচ্ছে গুলির আওয়াজ। বোমাবাজির শব্দ। এখনও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে জম্মু কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনীর। শুক্রবারই গোয়েন্দা সূত্রে খবর মেলে যে, জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তারপরই শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন আখাল অভিযান। প্রথমে সেনাবাহিনী লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তারপরই শুরু হয় অপারেশন আখাল। সেনার গুলিতে একজন জঙ্গি প্রাণ হারান। এরপর শনিবার সকাল থেকে রবিবারেও কুলগামে অব্যাহত রয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ।

সূত্রের খবর, অপারেশন সিঁদুরের পর ফের জঙ্গিদের বিরুদ্ধে এতবড় অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। যৌথ অভিযানে রয়েছে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশও। জানা গিয়েছে, শনিবার থেকে রাতভর কুলগামের জঙ্গলে বোমাগুলির শব্দ শোনা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে শ্রীনগরের দাচিগাম এলাকায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা, যারা পহেলগাম হত্যাকাণ্ডের জন্য দায়ি ছিল, তাদের নির্মূল করার কয়েকদিন পরেই এই নতুন অভিযান শুরু হয়েছে। 'অপারেশন মহাদেব' নামে পরিচিত এই অভিযানে জঙ্গিদের খতম করা হয়।

এর ঠিক পরের দিন, অর্থাৎ ২৯ জুলাই, আরেকটি অভিযান 'শিব শক্তি' নামে চালানো হয়, যেখানে সেনাবাহিনী আরও দুই জঙ্গিকে নির্মূল করে। ২২ এপ্রিলের হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ জন শীর্ষস্থানীয় জঙ্গিকে খতম করা হয়েছে। এছাড়া, ৬-৭ মে'র মধ্যে ‘অপারেশন সিঁদুরের’ সময় পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনী ১০০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।