বিড়ালের আরতির টিকটক ভিডিও এক মহিলা আরতি করছেন বিড়ালটির আরতি শেষে পড়ান হচ্ছে মঙ্গলটিপ নতুন জামা পরে চুপচাপ বসে তা উপভোগ করছে বিড়ালটি

জীব-জন্তুরা কথা বলতে না পারলেও তাদের ভালবাসা নিস্বার্থ। আমাদের সমাজে এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের পোষ্যকে পরিবারের অংশ হিসাবেই মনে করেন। আর পাঁচটা মানুষের সঙ্গে পার্থক্য করেন না গৃহপালিত প্রাণিটির। তারা হয়ে ওঠেন জীবনের অঙ্গ। সম্প্রতি এক টিকটক ভিডিওয় দেখা গেল নিজের পোষ্য বিড়ালের মঙ্গল কামনায় আরতি করতে। 

Scroll to load tweet…

সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে একটি বিড়ালকে চেয়ারে বসিয়ে পুজো করছেন এক মধ্যবয়স্ক ভারতীয় মহিলা। নতুন পোশাক পড়ানো হয়েছে বিড়ালটিকে। আরতির পর মঙ্গল কামনায় মঙ্গলটিপও বিড়ালটিকে পরম স্নেহে পরিয়ে দিচ্ছেন ওই মিহলা। আর নড়াচড়া না করে ধৈর্য্য ধরে চুপচাপ বসে তা উপভোগ করছে মার্জার সুন্দরী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ফেলে দিয়েছে বিড়ালের এই টিকটক ভিডিও। 

আরও পড়ুন: নিরাপত্তারক্ষীর চাকরি না পেয়েই বিমানবন্দরে বিস্ফোরক, আত্মসমর্পণ করে চাঞ্চল্যকর দাবি ইঞ্জিনিয়ারের

বিড়াল গৃহপালিত প্রাণিগুলির মধ্যে অন্যতম। অনেক বাড়িতেই দেখা যায় এই প্রাণিটিকে পুষতে। শাস্ত্রমতে বিড়ালকে বলা হয় মা ষষ্ঠীর বাহন। ট্যুইটারে বিড়ালের এই ২০ সেকেন্ডের ভিডিওর ক্রমেই বাড়ছে দর্শক সংখ্যা।

আরও পড়ুন: পাশে বসে ইমরান, ভারতের অস্বস্তি বাড়িয়ে কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

জানা গেছে অন্যান্য অতিথিদের মত ওই বিড়ালটিকেও আরতি করে স্বাগত জানাচ্ছিলেন ওই মহিলা।