জগদীপ ধনখড়কে নকল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ভিডিও করে বিতর্কে রাহুল গান্ধী
সংসদভবন চত্ত্বরে বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা জড়ো হয়েছিলেন। সেখানেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করতে দেখা যায়।
লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে ৯২ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু সাংসদরা সংসদভবন চত্ত্বরে তাদের প্রতিবাদ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন। সেইমত বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা জড়ো হয়েছিলেন। সেখানেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করতে দেখা যায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রীতিমত কটাক্ষ করেছেন বিজেপি নেতারা।