- Home
- India News
- ভোটার তালিকা সংশোধনের পর বিহারে শুরু প্রথম দফায় ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ তেজস্বী-তেজপ্রতাপের
ভোটার তালিকা সংশোধনের পর বিহারে শুরু প্রথম দফায় ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ তেজস্বী-তেজপ্রতাপের
Bihar Assembly Election 2025: এসআইআর-এর পর বিহারে প্রথমবার বিধানসভা ভোট। ১২১টি বিধানসভা আসনে ১৩১৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। কেমন হচ্ছে ভোটগ্রহন? জানুন বিশদে…

বিহারে বিধানসভা নির্বাচন
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর প্রথমবার বিহারে ভোট। বৃহস্পতিবার সকাল থেকেই নীতিশ কুমারের রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহন পর্ব। প্রথম পর্বের ভোটে আজ ভাগ্য নির্ধারণ হবে ১৩১৪ জন প্রার্থীর। বৃহস্পতিবার সকাল থেকে ভোট চলছে রাজ্যের ১২১টি বিধানসভা আসনে।
কোথায়-কোথায় ভোট গ্রহণ?
অক্টোবর মাসেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিহারে ভোটের দিনক্ষণ জানানো হয়েছিল। সেইমতো আজ বেজে গেল ভোটের দামামা। মোট ২ দফায় ভোট হবে বিহারে। আজ ভাগ্য পরীক্ষা হবে তেজস্বী-,তেজপ্রতাপদের। ভোট চলছে রাজধানী পাটনা, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, মুজবফফরপুর, সারণ, সিওয়ান, বৈশালী, বেগুসারাই প্রভৃতি।
শুরু বিহারে প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিহারের মোট ২৪৩টি আসনের বিহার বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে ইভিএমে। তবে প্রধান লড়াই হলো শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। এখন দেখার কার ভাগ্য খোলে।
বিহারে আজ ভাগ্য নির্ধারণ তেজস্বী-তেজপ্রতাপের
প্রথম দফায় বিহার বিধানসভা নির্বাচনে আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বর্তমান পুত্র বনাম ত্যাজ্য পুত্রের। কারণ, বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তথা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের রাঘোপুর কেন্দ্র রয়েছে। কাছেই মহুয়া কেন্দ্রে প্রার্থী তাঁর দাদা তেজ প্রতাপ। লালু প্রসাদ তাঁর বড় ছেলে তেজ প্রতাপকে ত্যাজ্য ঘোষণার পর তিনি নিজের দল গড়ে মহুয়া কেন্দ্রে লড়াই করছেন।
এসআইআর-এর প্রথম ভোট
বিহারে ভোটার তালিকা সংশোধনের পর চলছে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। মোট ২ দফায় ভোট হবে বিহারে। প্রার্থীদের ভাগ্য নির্ধারণের ফলাফল জানা যাবে আগামী ১৪ নভেম্বর। এছাড়াও দ্বিতীয় দফায় বাকি ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে মগধভূমে আগামী ১১ নভেম্বর। সব মিলিয়ে এসআইআর আবহে নির্বিঘ্নে ভোট মেটাতে সকাল থেকেই বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কড়া প্রহরায় চলছে ভোট গ্রহনের কাজ।

