- Home
- India News
- Bank Holiday: স্বাধীনতা দিবসের পরের দিনই জন্মাষ্টমী, ১৬ অগাস্ট কি খোলা থাকছে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক?
Bank Holiday: স্বাধীনতা দিবসের পরের দিনই জন্মাষ্টমী, ১৬ অগাস্ট কি খোলা থাকছে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক?
স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীতে ব্যাঙ্ক খোলা থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা। ১৬ ও ১৭ অগাস্ট ব্যাঙ্কের ছুটি নিয়ে বিভ্রান্তি, কোন রাজ্যে খোলা, কোন রাজ্যে বন্ধ তার বিস্তারিত জানুন।

গতকাল ছিল স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে সারা দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ ছিল এই দিন। গুরুত্বপূর্ণ কাজ করতে পারেননি অনেকেই। অনলাইন পরিষেবা যতই চালু থাক না কেন, নানান প্রয়োজনে ব্যাঙ্কে যেতে হয় অনেককে। কিন্তু, গতকাল ব্যাঙ্ক বন্ধ থাকায় সে সকল কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে।
স্বাধীনতা দিবসের পরের দিনই জন্মাষ্টমী, ১৬ অগাস্ট কি খোলা থাকছে ব্যাঙ্ক? এই প্রশ্ন সকলের মনে। আবার ১৭ অগাস্ট পড়েছে শনিবার। তাহলে কি টানা তিন দিন রাজ্যে বন্ধ সমস্ত ব্যাঙ্কগুলো? নাকি বন্ধ কেবল সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক?
অগাস্ট মানে জাতীয় ও স্থানীয় উৎসবের কারণে অনেকদিন ব্যাঙ্কে ছুটি আছে। অগাস্টে রয়েছে একের পর এক অনুষ্ঠান। রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী-সহ আরও অনেক কিছু।
কোন কোন শহরে ব্যাঙ্ক বন্ধ-
জানা যাচ্ছে, আজ শনিবার বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকলেও খোলা থাকবে অন্যান্য রাজ্যের ব্যাঙ্কগুলো। ১৬ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ গুজরাট, মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগণ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা, রাজস্থান, জন্মু, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, শ্রীনগর ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে।
কোন কোন শহরে ব্যাঙ্ক খোলা-
শনিবার তৃতীয় সপ্তাহ হওয়ায় ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অসল, মণিপুর, অরুণাচল প্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, হিমাচলপ্রগেশে খোলা থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। এর ফলে রাজ্যগুলোতে নিজেদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করতে পারবেন সাধারণ মানুষ।
১৯ অগাস্ট মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজিন উপলক্ষে ত্রিপুরায় ছুটি।
২৩ অগাস্ট চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটি।
২৪ অগাস্ট রবিবার সপ্তাহিক ছুটির জন্য বন্ধ নিয়মাফিক বন্ধ থাকে ব্যাঙ্ক।
২৫ অগাস্ট শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভব উপলক্ষ্য আসামে ব্যাঙ্ক বন্ধ।
২৭ অগাস্ট গণেশ পুজো উপলক্ষে গুজরাট, বেলাপুর, মুম্বই, নাগপুর, কর্ণাটক, ওড়িশা, চেন্নাই, হায়দরাবাদ, গোয়া, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।

