সংক্ষিপ্ত

  • আজ ১০০ তম জন্ম বার্ষিকী মহাকাশ বিদ্যার জনকের
  • গুগল খুলতেই আজ দেখা মিলছে তাঁরই ছবির
  • শতবর্ষের উদযাপনে মেতেছে ইসরো
  • আসতে চলেছে তাঁর নামেই দুটি পুরষ্কার    
     

সোমবার (১২ অগাস্ট) প্রখ্যাত বৈজ্ঞানিক তথা ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার জনক বিক্রম সারাভাই -এর ১০০ তম জন্মদিন। ১৯৬২ সালে তিনি ইন্ডিয়ান ন্যাশানাল কমিটি ফর স্পেস রিসার্চ প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানই পরবর্তীকালে  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো নামে পরিচিত হয়। বরাবরই তিনি স্বপ্ন দেখতেন ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহ উৎক্ষেপণের। ১৯৭৫ সালে 'আর্যভট্ট' উৎক্ষেপনের মাধ্যমে তাঁর এই স্বপ্ন পূরণ হয়েছিল। স্বাভাবিকভাবেই ইসরোতে মহা ধুমধামে পালিত হচ্ছে তাঁর জন্ম শতবার্ষিকী। তাকে সম্মান জানিয়েছে গুগল সংস্থাও।  এদিনের গুগল ডুডলটি উৎসর্গ করা হয়েছে তাঁকেই।  জেনে নেওয়া যাক এই বিক্রম সারাভাই সংক্রান্ত কিছু অল্প জানা তথ্য-

- বিক্রম সারাভাই ১৯১৯ সালের ১২ ই অগাস্ট আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন 

 - তাঁর পুরো নাম  বিক্রম আম্বালাল সারাভাই। 

-১৯৪৭ সালের ১১ নভেম্বর তিনি আহমেদাবাদে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি গড়ে তোলেন

- পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হন

-১৯৬৬ সালে আহমেদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা বর্তমানে  বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত

- ১৯৬৬ সলে পদ্মভূষণ এবং ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব পান তিনি

- বিক্রম সারাভাই -এর স্ত্রী মৃণালিনী সারাভাই ছিলেন প্রখ্যাত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী

- তাঁর নামেই নামাঙ্কিত হয় তিরুঅন্তপুরমে ইসরোর অন্যতম প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রটির  

-  বিক্রম সারাভাই -এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহাকাশ গবেষণা সংক্রান্ত সাংবাদিকতার জন্য তাঁর নামে দুটি নতুন পুরষ্কার চালু করছে ইসরো 

- আহমেদাবাদের উন্নয়নের জন্য তিনি নেহেরু ফাউন্ডেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশন এবং সিইপিটি প্রতিষ্ঠা করেছিলেন।