সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন অগ্নিবীরদের সঙ্গে। ছিলেন রাজনাথ সিং। মোদী এদিন দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিশাল রোডশোয় অংশ নেন দিল্লিতে।

 

 

১. সোমবার ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভা শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের রাস্তার প্যাটেল চক থেকে NDMC-এর কনভেনশন সেন্টারে একটি রোড শো করেন। এনডিএমসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিজেপির দুদিনের জাতীয় কার্যনির্বাহী বৈঠক। প্রায় এক কিলোমিটারের এই রোডশোর সময় রাস্তার দুপাশে বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বিজেপির পতাকা, পোস্টার ও ব্যানার। রোড শোয়ের পরে, প্রধানমন্ত্রী মোদী সভায় পৌঁছেছিলেন, যেখানে দলের সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ অনেক নেতা তাকে স্বাগত জানান।

দিল্লিতে বর্ণাঢ্য রোড শো করলেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায়

 

২. উত্তরাখণ্ডের যোশীমঠে ভূমিধস সঙ্কটকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে একটি আবেদনের শুনানি করতে সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছে। সুপ্রিম কোর্ট আবেদনকারীকে বলেছে যে এই বিষয়ে উত্তরাখণ্ড হাইকোর্টে শুনানি চলছে, তাই সেখানে আপনার কথা রাখুন। প্রকৃতপক্ষে, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ যোশীমঠ সংকটে অবিলম্বে আর্থিক সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন।

৩. ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেনের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদনে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর নথিভুক্ত করার জন্য পুলিশকে দিল্লি হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়। এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড় ধাক্কা খেয়েছেন শাহনওয়াজ। আসলে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে শাহনওয়াজ হুসেনের আবেদন খারিজ করেছে যা ২০১৮ সালের ধর্ষণের মামলায় তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার ট্রায়াল কোর্টের সিদ্ধান্তকে বহাল রেখেছিল।

৪. উত্তরপ্রদেশের বারাণসী থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হওয়া গঙ্গা বিলাস ক্রুজ সোমবার বিহারের ছাপড়ায় আটকে যায়। ডোরিগঞ্জে গঙ্গা নদীতে জল কম থাকায় নদীর তীরে থেমে গেছে জাহাজ চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও এসডিআরএফের দল। এরপর একটি ছোট নৌকার মাধ্যমে পর্যটকদের বের করে আনা হয়। গঙ্গা বিলাস ক্রুজ বিশ্বের দীর্ঘতম নদী যাত্রা শুরু করেছে। গত সপ্তাহে বারাণসী থেকে এটি চালু করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Ganga Vilas Cruise: বিহারের চাপড়ায় আটকে গঙ্গা বিলাস ক্রুজ, থেমে গেল বিলাসবহুল জাহাজের যাত্রা

 

৫. তৃণমূল কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে আগামী ১৮ জানুয়ারী অর্থাৎ বুধবার মেঘালয় যাবের মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই দলে ভাঙন শুরু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আগামী আবারও উত্তর-পূর্বের এই রাজ্য সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ জানুয়ারি তিনি মেন্দিপাথর জেলায় একটি জনসভা করবেন বলেও রবিবার দলের পক্ষ থেকে জানান হয়েছে। মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সফরে উপস্থিত থাকবেন জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবারও মেঘালয়ে যাচ্ছে মমতা, বুধবার রয়েছে তৃণমূলের জনসভা

 

৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অগ্নিবীরদের সঙ্গে কথা বলেছেন। ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধে দিয়ে তিনি কথা বলেন অগ্নিবীরদের সঙ্গে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। সশস্ত্র বাহিনীর জন্য স্বল্পমেয়াদী কর্মসূচির অধীনে য়াদের নিয়োগ করা হয়েছে তারাই হল অগ্নিবীর। দেশের প্রতিটি বাহিনীতে এদের নিয়োগ করা হচ্ছে।

৭.প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় নাশকতার ছক, জঙ্গিদের পরিকল্পনা ছিল উপত্যকায় প্রাণঘাতী হামলা চালানোর। কিন্তু সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে বানচাল হয়ে গেল ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতায়। রবিবার জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গোপন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান চালাল নিরাপত্তা বাহিনী।

৮. নেপাল বিমান দুর্ঘটনায় নিহত পাঁচ ভারতীয়। কিন্তু তাদের মধ্যে চারজনই পোখরায় বিমানটি অবতরণের সময় ফেসবুক লাইভ করেছিল। আর সেই সময়ই ধরা পড়ে দুর্ঘটনার ভয়ঙ্কর ভিডিও। যে সেলফোনে দিয়ে ফেসবুক লাইভ করা হয়েছিল সেই সেলফোনটিও উদ্ধার করা হয়েছে ধ্বংসাবশেষ থেকে। যদিও সেলফোনের মালিক দুর্ঘটনার কবলে পড়ে চিরনিদ্রায় চলে গেছেন। কিন্তু তাঁরই তোলা ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে।

ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) চিনের গোলযোগ বাধাবার ‘দৃঢ় এবং কঠোর’ জবাব দেওয়া হবে বলে উল্লেখ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখে ২০২০ সালে চিন সেনার অনুপ্রবেশের জবাব এবং সাম্প্রতিককালে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের কথা স্মরণ করিয়েছেন বিদেশমন্ত্রী।

সীমান্ত সংক্রান্ত বিষয়ে ভারতকে যে কোনও দেশই ‘বাধ্য’ করতে পারবে না, সে কথাও চিন ও পাকিস্তানের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। তুঘলক পত্রিকার ৫৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে চেন্নাই শহরে বক্তব্য রাখেন ভারতের বিদেশমন্ত্রী। এই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতেই ভারতের এই কঠোর পদক্ষেপ। এই প্রসঙ্গে ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের কথাও উল্লেখ করেছেন এস জয়শঙ্কর।

১০. হাড় কাঁপানো শীত দিল্লিতে। শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাফদারজং মানমন্দিরে সোমবার সকালে সর্বনিন্ম তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা ২০২১ সালের পয়লা জানুয়ারির পর সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। দেশের জাতীয় রাজধানীর তাপমাত্রা প্রায় দুই দিনে ৯ ডিগ্রি নিচে নেমে গেছে। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রার পারদ ছিল ৪.৭ ডিগ্রির ঘরে। সোমবার থেকে পরবর্তী ৬ দিনের জন্য দিল্লি কে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হাঁড় কাঁপানো শীত দিল্লিতে, আগামী ৬ দিনের জন্য হলুদ সতর্কতা জারি জাতীয় রাজধানীতে