লোকে লোকারণ্য পদযাত্রায় খোসমেজাজে মমতা, তারই টুকরো টুকরো ছবি ধরা পড়ল ক্যামেরায়
- FB
- TW
- Linkdin
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোটগ্রহণ হবে। তারই নির্বাচনী প্রচারে দু’দিনের সফরে ত্রিপুরায় গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল তাঁকে দেখা গিয়েছিল খোস মেজাজে। তাই পান বানিয়ে খাইয়েছিলেন সকলকে। পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আজ সেই দলীয় প্রার্থীদের সমর্থনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি ‘রোড শো’ করেন মমতা–অভিষেক। পুরানো চেনা জায়গাতেই মিছিলে পা মেলালেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গী অভিষেক বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি তাঁর দ্বিতীয় বাড়ি ত্রিপুরাতে এসেছেন। তিন আরও বলেছিলেন রাজ্যে যখন বিজেপি সন্ত্রাস চালাচ্ছিল তখন কেউ নির্যাতিতদের পাশে দাঁড়ায়নি। শুধুমাত্র দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় থেকেই তিনি ত্রিপুরার নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
যাইহোক সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী সফর খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। কারণ ত্রিপুরার রাজনৈতিক মহলের ধারনা, রাজ্যে ভোটবাক্সে তেমন কোনও সুবিধে করতে পারবে না তৃণমূল।
তবে বাম ও কংগ্রেসের ভোট কেটে বিজেপির সুবিধে করে দিতে পারে। পাল্টা বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাম-কংগ্রেস নয় বিজেপির- ভোট বাক্সে ভাগ বসাতে পারেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ত্রিপুরার সফরে কিন্তু এখনও সাড়া পড়েছে। কারণ দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত।
এই রাজ্যে বিধানসভা নির্বাচনে ২৪টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। অভিষেক ও মমতা দুজনেরই গলায় ছিল হলুদ রঙের উত্তরীয়। যা এই রাজ্যের আদিবাসীদের প্রতীক বলেও তৃণমূল সূত্রের খবর।
এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধেনি তৃণমূল। বিধানসভা নির্বাচনে একাই লড়ার কথা জানিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু বাম ও কংগ্রেসের অভিযোগ তলে তলে বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে মমতার।