পুদুচেরিতে পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল তিন যুবকের দেহ! ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে
পুদুচেরির রেইনবো নগরের ৭ নম্বর ক্রস স্ট্রিটের একটি পরিত্যক্ত বাড়িতে তিন যুবকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুই যুবককে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।
অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও সেখানেই তার মৃত্যু হয়। এরপর অন্য দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পুলিশি তদন্তে জানা যায়, নিহতরা হলেন রেড্ডিয়ারপালায়মের বাসিন্দা ঋষি, তিடির নগরের বাসিন্দা দেবা এবং জে.জে. নগরের বাসিন্দা আদি। ঋষি কুখ্যাত রাউডি তেস্তানের ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। টিভি নগরের কুখ্যাত রাউডি সত্যকে সন্দেহের বশে খুঁজছে পুলিশ। একসঙ্গে তিনজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
