সংক্ষিপ্ত

  • উত্তর-পূর্ব ভারতে জোর ধাক্কা খেল কংগ্রেস
  • পদত্যাগ করলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ দেববর্মন
  • হাইকমান্ডের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
  • দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ত্রিপুরা কংগ্রেস

 

উত্তর-পূর্ব ভারতে জোর ধাক্কা খেল কংগ্রেস। হাইকমান্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে দলীয় সব পদ থেকে পদত্যাগ করলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ দেববর্মন। তবে শুধু তাই নয়, পদত্যাগের সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন, যা নিয়ে কংগ্রেস দলের মধ্য়েই ব্যাপক চাপান-উতোর সৃষ্টি হয়েছে।  

এদিন তিনি টুইট করে সরাসরি অভিযোগ করেছেন, হাইকমান্ড থেকে দুর্নীতিগ্রস্তদের উচ্চপদ দেওয়ার জন্য চাপ দেওয়া হত। তা থেকে মুক্ত হতে পেরেই তিনি অনেকটা ভারমুক্ত। তিনি জানিয়েছেন প্রতিদিনই দুষ্কৃতী ও মিথ্যাবাদীদের কথা শুনেই তাঁকে দিন শুরু করতে হত। সহকর্মীরাই কে কখন পিছন থেকে ছুড়ি মারবে তাই নিয়ে সবসময় চিন্তায় থাকতে হত। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ত্রিপুরা কংগ্রেস।  

তবে আরও একটি টুইটে তিনি জানান, ত্রিপুরা কংগ্রেসকে দুর্নীতিমুক্ত রাখতে তিনি কিছুই করতে পারেননি। এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি জানিয়েছেন তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু হেরে গিয়েছেন। তবে সেই সঙ্গে এই  লড়াইতে তিনি প্রথম থেকেই একা ছিলেন, তাই জেতাটা একপ্রকার অসম্ভব ছিল, তা জানাতেও ভোলেননি।