সংক্ষিপ্ত
বিএমসি,নাগপুর, ঠানে পুরসভা নির্বাচন ও পঞ্চায়েত স্তরের ভোটেও একাই লড়ার কথা ঘোষণা করেছে উদ্ধব-সেনা। দলের মুখ্যপাত্র তথা রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত জানিয়েছে তাঁদের দল এবার একার শক্তিতেই লড়াই কর
আবারও ভোটের আগে জোটের জলাঞ্জলি। এবারও ইন্ডিয়া জোটের কফিনে আরও একটা পেরক পুঁতে দিল জোট শরিক। আগেই হরিয়ানা আর দল্লি বিধানসভা ভোটের বিরোধী জোট ইন্ডিয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে শরিকরা। এবার বিচ্ছেদ ঘোষণা করলেন উদ্ধব ঠাকরে। বৃহন্মুম্বাই পুরসভা বা বিএমসি ভোটের আগে ইন্ডিয়া জোটের সঙ্গে না লড়ার কথা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। জানিয়েছেন তাঁরা বিএমসির ভোটে একাই লড়াই করবেন।
বিএমসির পাশাপাশি নাগপুর, ঠানে পুরসভা নির্বাচন ও পঞ্চায়েত স্তরের ভোটেও একাই লড়ার কথা ঘোষণা করেছে উদ্ধব-সেনা। দলের মুখ্যপাত্র তথা রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত জানিয়েছে তাঁদের দল এবার একার শক্তিতেই লড়াই করবে। যদিও গত লোকসভা ও বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটের সঙ্গে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল উদ্ধব সেনা।
মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আগেই উদ্ধব সেনা জোট বেঁধেছিল কংগ্রেস ও এনসিপির সঙ্গে। সেই থেকেই একাধিক নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েই কাজ করেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় মহাবিকাশ আগাড়ির। কিন্তু পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আগেই জোট ছিন্ন করে উদ্ধবের দল। সঞ্জয় রউত জানিয়েছেন, 'একটি জোটে আসন সমঝতা করে লড়াই করলে দলের অনেক কর্মীরা সুযোগ পান না। তাতে দলের সাংগঠনির শক্তি বৃ্দ্ধি বাধাপ্রাপ্ত হয়। তাই এই একলা চলো রে নীতি নেওয়া হয়েছে।'
যদিও ইন্ডিয়া জোট নিয়ে চাপান উতোর ক্রমশই বাড়ছে। কেজরিওয়াল দিল্লি বিধানসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ওমর আব্দুল্লাহ ইন্ডিয়া জোট ভেঙে দেওয়ার কথা বলেছেন। আর তেজস্বী যাদব বলেছেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে। তাই আর জোটের কোনও প্রয়োজন নেই। এই অবস্থায় উদ্ধবদের সরে আসার রীতিমত প্রশ্নের মুখে পড়়ে গেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।