সংক্ষিপ্ত
- কেরলের স্বাস্থ্যমন্ত্রীর কৃতিত্বকে কুর্নিশ রাষ্ট্রসংঘের
- রাষ্ট্রসংঘের আলোচনা সভায় স্বীকৃতি কে কে শৈলজাকে
- একমাত্র ভারতীয় হিসাবে অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন শৈলজা
- করোনার বিরুদ্ধে কেরলের লড়াই বিশ্বের দরবারে তুলে ধরলেন তিনি
বর্তমানে বিশ্ব ক্রম তালিকায় করোনা আক্রান্তের সংখ্যায় চার নম্বরে রয়েছে ভারত। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়ছে ভারত। আর এই পরিস্থিতিতেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে কেরল সরকার। বিশেষ করে বলতে গেলে করোনা মোকিবালিয়া নজরকাড়া দক্ষতা দেখিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। তাই কেরলের স্বাস্থ্যমন্ত্রীকে কুর্নিশ জানাচ্ছে রাষ্ট্রসংঘও। শৈলজাকে আমন্ত্রণ জানান হয়েছিল রাষ্ট্রসংঘের আলোচনাসভায়।
আরও পড়ুন: পুরনো সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্ত প্রায় ১৬ হাজার, দেশে মোট সংক্রমণ সাড় ৪ লক্ষ ছাড়াল
মারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে কেরলের মডেল। একাধিক বিদেশি সংবাদপত্রও করোনা মোকাবিলায় কেরল মডেলের তত্ত্ব তুলে ধরেছে। এবার রাষ্ট্রসংঘের ভার্চুয়াল ওয়েবমিনারে অংশ নিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্যানেলে ছিলেন শৈলজা। ভারত থেকে একমাত্র শৈলজাই রাষ্ট্রসংঘের ‘জনসেবা দিবসে’র অনুষ্ঠানে আমন্ত্রণ পান।
রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছিল, স্বাস্থ্য, শিক্ষা, নিকাশি বা অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার লড়াই চালাচ্ছেন, তাঁদেরই স্বীকৃতি দেওয়া হচ্ছে ‘জনসেবা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানে। রাষ্ট্রসংঘের মহাসচিব-সহ আমন্ত্রিত বক্তারা লাইভ ভিডিয়ো অনুষ্ঠানে বক্তৃতা করবেন। সেখানেই স্পিকার হিসাবে বক্তব্য রাখেন শৈলজা।
আরও পড়ুন: পরীক্ষাই হয়নি করোনার ওষুধ 'করোনিল'-এর, পতঞ্জলিকে এবার নোটিশ ধরাল কেন্দ্রের আয়ুষ মন্ত্রক
কিভাবে নিপা ভাইরাস ঠেকানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেরলে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিয়েছে সরকার, বিশ্বের দরবারে মিনিট সাতেকের বক্তৃতায় সেই কথাই তুলে ধরেন শৈলজা। একইসঙ্গে টেস্টিং থেকে শুরু করে আইসোলেশনের মত প্রক্রিয়াগুলিকে কিভাবে জোর দেওয়া যায়, সেটিও আলোচনা করেন তিনি।
রাষ্ট্রসংঘের ডাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাইরাস সংক্রান্ত এই ভার্চুয়াল ওয়েব মিনারে শৈলজা ছাড়াও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম,রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সমূহের সেক্রেটারি জেনারেল নিউ ঝেনমিন সহ আরও অনেকে।