সংক্ষিপ্ত
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকের পরই টুইটারে সেই বৈঠকের ছবি পোস্ট করলেন অভিনেতা জ্যাকি স্রফ। নতুন ফিল্ম সিটির জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনেতা লিখলেন,'যোগী ও সতীর্থদের সঙ্গে আলোচনা হল।
নয়ডায় তৈরি হতে চলেছে নতুন ফিল্ম সিটি। এই মর্মে ইতিমধ্যেই বলিউড তারকাদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবারই মুম্বইতে এই বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, কৈলাস খের, সোনু নিগমের মতো তারকারা। এছাড়াও ছিলেন বলিউডের একাধিক প্রযোজক ও পরিচালক এবং সঙ্গীতজ্ঞরাও। ফিল্ম সিটির পরিকল্পনা, কী ভাবে সাজানো হবে, কত খরচ পড়বে সে বিষয় বিস্তর আলোচনা হয় এই বৈঠকে। এই প্রসঙ্গে টুইটারে পোস্টও করেন অভিনেতা জ্যাকি স্রফ, কৈলাস ও সোনু সুদও।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকের পরই টুইটারে সেই বৈঠকের ছবি পোস্ট করলেন অভিনেতা জ্যাকি স্রফ। নতুন ফিল্ম সিটির জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনেতা লিখলেন,'যোগী ও সতীর্থদের সঙ্গে আলোচনা হল। উত্তরপ্রদেশের ফিল্ম পলিসি এবং ফিল্ম সিটি সম্পর্জে জানলাম। আমার শুভেচ্ছা রইল।' অন্যদিকে উত্তরপ্রদেশে চলচ্চিত্র শিল্প গড়ে তুলতে উদ্যোগী যোগী। এই উদ্দেশ্যেই ছবি তৈরিতে সরকারি ভূর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। যোগীর কথায়,'একটি ওয়েব সিরিজ শ্যুট হলে তার মোট খরচের ৫০ শতাংশ খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার। স্টুডিয়ো ভাড়া করা কিংবা আনুষঙ্গিকের জন্য আরও ২৫ শতাংশ দেওয়া হবে।'
সমাজকে ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন প্রধানমন্ত্রী যোগী। তাঁর মতে সমাজকে ঐক্যবদ্ধ করতে বড় ভূমিকা নেয় চলচ্চিত্র। সেই উদ্দেশ্যেই এই ফিল্ম সিটির ভাবনা বলেও জানিয়েছেন যোগী। বলি তারকাদের উদ্দেশ্যে এইদিন যোগী বলেন, 'আপনারা যদি সহযোগিতা করেন, তা হলে উত্তরপ্রদেশের মাটিতে এই প্রকল্প সফল হবে।'