সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিনি উত্তর প্রদেশের বাসিন্দাদের 'ইতিহাস বই' থেকে দূরে থেকে একটি 'নতুন ইতিহাস' রচনা করার আহ্বান জানাচ্ছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মানুষকে বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল ভোট দেওয়ার কথা বলেন। তিনি বলেন খাবার খাওয়ার আগেই স্থানীয়রা যেন ভোট দিয়ে দেন।

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Elections 2022) আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিশানায় আবারও সমাজবাদী পার্টি(SP)। পশ্চিম উত্তর প্রদেশের ভোটর প্রচারে একটি ভার্চুয়াল সমাবেশে এদিন ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, বিধানসভা নির্বাচনে অ্যান্টি সোস্যাল বা সমাজবিরোধীদের কাজে লাগাতে চলেছে সমাজবাদী পার্টি। এই জাতীয় 'ভুয়ো সমাজবাদীরা' ক্ষমতায় এলে উত্তর প্রদেশের দরিদ্রদের উন্নয়ন ব্যহত হবে। দরিদ্ররা যেসব সুবিধেগুলি পাচ্ছেন তা থেকে তাঁরা বঞ্চিত হবেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বিজেপিকে (BJP) ভোট দেওয়ার আবেদন জানান। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তিনি উত্তর প্রদেশের বাসিন্দাদের 'ইতিহাস বই' থেকে দূরে থেকে একটি 'নতুন ইতিহাস' রচনা করার আহ্বান জানাচ্ছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মানুষকে বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল ভোট দেওয়ার কথা বলেন। তিনি বলেন খাবার খাওয়ার আগেই স্থানীয়রা যেন ভোট দিয়ে দেন। এদিনের জনসভায় মোদী উত্তর প্রদেশের উন্নয়নের কথাই তুলে ধরেন। কৃষক ও দরিদ্র মানুষ যেসব সুবিধে পাচ্ছেন সেইসব প্রকল্পের কথা বলেন। 

এদিন প্রচার সভায় মোদী বলেছেন, যোগী আদিত্যনাথের সরকার অপরাধী, মাফিয়াদের মোকাবিলায় যেথেষ্ট দৃঢ়় পদক্ষেপ করেছে। কিন্তু উত্তর প্রদেশের যদি বিজেপির বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসে তাহলে মাফিয়া ও দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা, দরিদ্র কৃষক ও দুঃস্থ জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তাই বিরোধীদের রুখতে প্রচুর পরিমাণে গেরুয়া শিবিরের প্রার্থীদের ভোট দেওয়ার আর্জা জানান তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গত পাঁচ বছর উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকার চলছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় এই রাজ্যের উন্নতি করা হয়েছে। সুবিধে পাচ্ছেন দরিদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ। কিন্তু পাঁচ বছর আগে এই রাজ্যে মাফিয়ারা রাজ করত। তাঁরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করত। দলিত ও পিছিয়ে পড়াদের জন্য আগের সরকারগুলি কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি। মোদী আর বলেন বিরোধী রাজনৈতিক দলগুলি সমাজবিরোধীদের ভোটের টিকিট দিচ্ছে। এটা থেকেই পরিষ্কার আগামী দিনে ক্ষমতায় এলে বিরোধীরা কী কী কাজ করবে। সেই কারণেই তিনি স্থানীয়দের কাছে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। প্রবল শীতসহ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শুধুমাত্র উন্নয়নের জন্যই তিনি স্থানীয়দের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। 

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন আগের সরকারগুলি দাঙ্গাবাজ ও অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত হত। তারা রাজ্যের মেয়ে ও বোনেদের প্রবল ক্ষতি করেছে। তিনি মনে করিয়ে দেন বিজেপি ঘোষণা করেছে উত্তর প্রদেশে আর কোনও দিনও দাবাং রাজ ফিরবে না। 

Aravali Biodiversity Park: সবুজের হাতছানি আর জঙ্গলের মেজাজ, দুটোই রয়েছে আরাবল্লি বায়োডায়ভার্সিটি পার্কে

লোকসভায় কী হতে চলেছে, তাই নিয়ে 'সাহসী' পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

আমলার বিরুদ্ধে বিস্ফোরক স্বপ্না সুরেশ, সোনা পাচারকাণ্ড নিয়ে তোপ IAS M Sivashankar-র বিরুদ্ধে